• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘নুসরত বাদ, মিমিটা কে?’ নিজের বায়োপিকের নায়িকা বাছাই নিয়ে মন্তব্য ‘স্মার্ট দিদি’ নন্দিনীর!

Published on:

Viral Smart Didi Nandini doesn’t know Mimi Chakraborty

গত কয়েকমাস ধরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) ‘স্মার্ট দিদি’ (Smart Didi) নন্দিনী ওরফে মমতা গঙ্গোপাধ্যায় (Mamata Ganguly)। ডালহৌসির অফিস পাড়ায় একটি পাইস হোটেল চালান তিনি। মাঝেমধ্যেই তাঁর কাছে হাজির হয়ে যান ইউটিউবাররা। কেউ নন্দিনীর হোটেলের খাবার চেখে দেখেন, আবার কেউ নেন তাঁর সাক্ষাৎকার। সম্প্রতি এমনই এক সাক্ষাৎকারে বেশ কিছু বেফাঁস মন্তব্য করে বসে বসেন তিনি।

গত কয়েকমাস ধরেই সোশ্যাল মিডিয়ায় চর্চা ‘হট টপিক’ স্মার্ট দিদি। তাঁর পাইস হোটেলও ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে। নন্দিনীর জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছে যে তিনি রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত ‘দিদি নম্বর ১’এও পৌঁছে গিয়েছিলেন। সেখানে গিয়ে তাঁকে কাঁদতে দেখে আবার অনেকে মন্তব্য করেছিলেন এবার হয়তো ‘স্মার্ট দিদি’র বায়োপিক (Smart Didi biopic) আসতে চলেছে।

Nandini Ganguly, Smart Didi, Didi No. 1

নেটিজেনদের করা সে কটাক্ষকেই সত্যি ধরে একজন ইউটিউবার সরাসরি সেই বিষয়ে নন্দিনীকে প্রশ্ন করেন। আর তাতে তিনি যে উত্তর দেন তাতে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। ‘স্মার্ট দিদি’র কাছে প্রশ্ন ছিল, তাঁর বায়োপিক যদি বানানো হয় তাহলে সেই ছবিতে মুখ্য চরিত্রে কাকে নেওয়া হবে? মিমি চক্রবর্তী নাকি নুসরত জাহানকে?

জবাবে নুসরতকে বাতিল করে দেন আর মিমিকে তো চিনতেই পারেননি নন্দিনী। অবাক সুরে তিনি বলেন, ‘মিমিটা কে?’ ‘বোঝে না সে বোঝে না’ ছবির নায়িকা হিসেবে মিমিকে চিনিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও তিনি মুখ মনে করতে পারেননি। পরে অবশ্য ক্যামেরার দিকে তাকিয়ে ক্ষমা চেয়ে নন্দিনী বলেন তিনি কোনও বিতর্ক চান না।

Smart Didi Nandini on Mimi Chakraborty

যদিও ‘স্মার্ট দিদি’ যতই বলুন না কেন তিনি বিতর্ক চান না, তাঁর এই মন্তব্য একেবারেই ভালোভাবে নেননি নেটিজেনদের একাংশ। কারোর দাবি, সাংসদ-অভিনেত্রী মিমিকে না চেনার কথাটি তিনি ইচ্ছা করে বলেছেন। গোটা বিষয়টিকে ‘পাবলিসিটি স্টান্ট’ তকমাও দিয়েছেন অনেকে। কেউ আবার নন্দিনীৎ তুলনা করেছেন ভাইরাল হয়ে জনপ্রিয়তা পাওয়া গায়িকা রানু মণ্ডলের সঙ্গে।

একজন নেটাগরিক যেমন লিখেছেন, ‘কেমন যেন ছেলেছেলে হাবভাব। সর্বক্ষণ অহংকার। কথা বললেই মনে হয় ঝগড়া করবেন’। আর একজন নেটিজেন আবার মিমির ছবি কমেন্টে দিয়ে লিখেছেন, ‘দেখ রানু মণ্ডল পার্ট ২, এটা হল মিমি। তোর অবস্থাও এবার স্টেশনেই হবে যা দেখতে পাচ্ছি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥