• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোট পোশাকে ইন্সটাগ্রামে ঝড় লাস্যময়ী মোনালিসার, দেখে নিন ঝুমা বৌদির রূপের ঝলক

Published on:

কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বিকিনি বোমা ফাটিয়েছিলেন হইচই খ্যাত অভিনেত্রী মোনালিসা ওরফে ঝুমা বৌদি। তাতে রীতিমতো ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। ঝুমা বৌদির যৌবন ঝড়ে কুপোকাত হয়েছিলেন নেটপাড়াপ তরুণ তুর্কীরা। এবার ফের ছোট পোশাকে ইন্সটাগ্রামে ঝড় তুলতে দেখা গেল মোনালিসাকে। কালো টিশার্টের আর হট প্যান্টের ফাঁকে উঁকি দিচ্ছে নাভি। এই পোশাকেই খেলা দেখার মুডে অভিনেত্রী। যা রীতিমতো ভাইরালও হয়েছে।

https://www.instagram.com/p/CFZpP5oFBpf/?igshid=g8808nlv17rf

হইচই-র ওয়েব সিরিজ দুপুর ঠাকুরপোর দ্বিতীয় সিজনেই বাঙালি দর্শকের মন জিতে নিয়েছিলেন লাস্যময়ী মোনালিসা। তার আসল নাম অন্তরা বিশ্বাস। জন্ম বাঙালি পরিবারে হলেও প্রথম দিকে ভোজপুরি সিনেমার হাত ধরেই সিনে ইন্ডাস্ট্রিতে পা রাখেন এই অভিনেত্রী। পরবর্তীতে ভোজপুরীর পাশাপাশি হিন্দি, তেলেগু, ওড়িয়া ছবিতেও ছোট-বড় চরিত্রে অভিনয় করেছেন তিনি।

https://www.instagram.com/p/CEQ5A-blwJQ/

এদিকে করোনাকালে স্বামী বিক্রান্ত সিংহ রাজপুতের সঙ্গেই গৃহবন্দী হয়ে দিন কাটাচ্ছেন মোনালিসা। আর সেই সব ছবিই মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দিয়ে প্রায়শই দর্শক মনে উষ্ণতা ছড়াতে দেখা যায় বাঙালীর একান্ত আপন ঝুমা বৌদিকে। এদিকে এর আগেও প্রাত্যহিক রুটিনে থাকা শরীর চর্চা থেকে শুরু বিভিন্ন মহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা গেছে মোনালিসাকে। সেখানে শাড়ির পাশাপাসি একাধিকবার পশ্চিমি পোশাকেও দেখা মিলেছে তাঁর।

https://www.instagram.com/p/CFPBiIMFIvx/?igshid=1ee924634b8as

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥