• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নাতি নাতনিদের কথাই বিয়ের পিঁড়িতে ৮০ বছরের দাদু ও ৭০ বছরের মহিলা, দেখুন ভাইরাল ছবি

Published on:

ভাইরাল ছবি Viral Photo of 80 Year old Man marriage

কথায় আছে মানুষ চাইলে কি না পারে! সত্যিই তো মানুষ চাইলে পারে না এমন জিনিস হয়তো খুব কমই আছে। আর যত দিন যাচ্ছে ততই মানুষের না পারা জিনিসের তালিকা আরো ছোট হচ্ছে। আমাদের চারপাশে অনেক এমন ঘটনা ঘটে যেগুলি শুনে হাসতে হাসতে পেটে খিল ধরে যায়, আবার কিছু খবর এমন আসে যা শুনে অবাক হয়ে যেতে হয়। আর এই ধরণের ঘটনাগুলি আজকাল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ছবি (Viral Photo) বা ভিডিও হয়ে পরে।

ভাইরাল ছবি Viral Photo of 80 Year old Man marriage

সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে রায়গঞ্জে। সেখানে আশি বছরের এক বৃদ্ধ বিয়ে করলেন, হ্যা ঠিকই শুনেছেন পাত্রের বয়স আশি  বছর। তবে এখানেই শেষ না, পাত্রী বয়স আবার ৭০ ছুঁই ছুঁই। এমন এক আশ্চর্য ঘটনার ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে পড়েছে।

আসলে, ওই বৃদ্ধ কিন্তু বিবাহিতই ছিলেন। আর যাকে তিনি ৮০ বছর বয়সে বিয়ে করলেন, তিনি তার নিজেরই স্ত্রী। দীর্ঘ ৫৬ বছর আগে বাংলাদেশের আত্রেয়ী নদীর পারের এক গ্রামে বিয়ে হয়েছিল ওই দম্পতির। এতো গেল বহু দিন আগের কথা,  এর পর কেটে গিয়েছে অর্ধশতাব্দী সময়। তবে এই দীর্ঘ ৫৬ বছর ধরে সুখী দাম্পত্য জীবন কাটিয়েছেন পাত্র রিলিফ কুমার রায় ও পাত্রী গৌরী রায়।

ভাইরাল ছবি Viral Photo of 80 Year old Man marriage

বর্তমানে এই দম্পতির ঠিকানা হল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মিলনপাড়ায়। সেখানে ছেলে মেয়ে নাতি নাতনিদের নিয়ে দিব্যি কাটছিলো দম্পতি দাদু ঠাকুমার। কিন্তু এবছর যে তাদের ৫৬ তম বিবাহবার্ষিকী। আর নাতি নাতনিরা মাইল জেদ ধরে যে এবার আবার নতুন করে বিয়ে দেওয়া হবে দাদু ঠাকুমার। একেবারে ধুম ধাম করে এলাহী আয়োজনে সমস্ত রীতিনীতি মেনেই হবে বিয়ে। সেই অনুযায়ী গত শনিবার রাতে সেজে উঠেছিল রায়গঞ্জের মিলনপাড়ার রায় পরিবার।

ভাইরাল ছবি Viral Photo of 80 Year old Man marriage

ফুলদিয়ে সাজানো হয়েছিল গোটাবাড়ি। বাড়ি ভর্তি লোক খাওয়া দাওয়া থেকে শুরু করে গানবাজনা সব কিছুর আয়োজন হয়েছিল। সাথে ছিলেন বিয়ের পুরুত মশাই পর্যন্ত, একেবারে সমস্ত রীতি মেনে শুভদৃষ্টি, সাত পাক ঘোরা, মালাবদল থেকে সিঁদুর দান করে মিটল বিয়ে। আর এই দাদু ঠাকুমার বিয়ের ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥