তখন সদ্য হানা দিয়েছে মারণ ভাইরাস করোনা। তার ভয়ে কাঁটা তখন গোটা দেশ। রাজ্য জুড়ে তখন পালন হচ্ছে লকডাউন (lockdown) ,জারি হয়েছে কড়া বিধিনিষেধ। তখন বাড়ি থেকে এক পা বাইরে বেড়োলেও কোমরে পড়ছিল পুলিশের লাঠি, কেননা তখন সংক্রমণের বাড়বাড়ন্ত আরও কয়েকগুণ বেশি। আর ঠিক সেই সময়েই ভাইরাল হয়েছিল এক ‘চা-কাকু’। তার সেই বিখ্যাত লাইন আজও মুখে মুখে ফেরে, ‘আমরা কি চা খাবনা? খাব না আমরা চা?’
নির্ভেজাল সাধারণ এই প্রশ্নটি বুঝিয়ে দিয়েছিল খেটে খাওয়া মানুষের কাছে ‘চা’ ঠিক কতটা গুরুত্বপূর্ণ। পরে তার বিষয়ে জানা যায়, তার নাম মৃদুল দেব (mridul deb)। পেশায় মাটি কাটার কাজ করতেন তিনি। কিন্তু সেই ভাইরাল একটি ভিডিও রাতারাতি ‘কিসমত’ বদলে দিয়েছিল তার।
ধীরে ধীরে প্রচারের আলো পেয়ে দিন আনা দিন খাওয়া সংসারে জুটে জাচ্ছিল সকলের ভালোবাসায় কিছুনা কিছু সাহায্য। দক্ষিণ কলকাতার কলোনির বাসীন্দা মৃদুল দেবের অভাব ঘোচাতে তৎপর হয়েছিলেন সাংসদ মিমি চক্রবর্তীও।জল এখানেই থেমে থাকেনি, মজার মিম থেকে শুরু করে ভিডিও সোশ্যাল মিডিয়ায় চা কাকুর জনপ্রিয়তার পারদ যেন বাড়াতেই থাকে। ফেসবুক থেকে শুরু করে ইউটিউব এমন কি টিকটক সব প্ল্যাটফর্মেই চলতে থাকে চা কাকু কে নিয়ে পোস্ট।
এবার যেন তার ‘চা-কাকু’ নামটি সার্থক হল। এদিন নিজেই একটি চায়ের দোকান খুলে ফেলেছেন চা-কাকু। ফেসবুকে সে কথা নিজেই জানিয়ে মৃদুল বাবু লিখেছেন, ‘আমার নতুন দোকান, ছোট করে শুরু করলাম। যারা যারা আমার দোকানের চা খেতে চাও চলে এসো। ‘ সাথে জুড়ে দিয়েছেন তার নতুন ঠিকানার ছবিও। এই খবরে উচ্ছ্বসিত নেটিজেনরা।