• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘চা খাবোনা আমরা?’ প্রথম লকডাউনের ভাইরাল কাকু ভ্যাকসিন নিলেন করোনা ভলিন্টিয়ার হয়ে

গতবছর মার্চ মাসের কথা সকলেরই মনে আছে নিশ্চই। প্রথমবার গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণের থেকে বাঁচাতে লকডাউন জারি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সাথে ছিল একগুচ্ছ করা নিষেধাজ্ঞা। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনো যাবে না একেবারেই। অথচ সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একাধিক লোক বাইরে বেরিয়েছিলেন যাদের সোশ্যাল মিডিয়াতে নানান ভিডিওর মাধ্যমে দেখা গিয়েছিল। কলকাতার এক চায়ের দোকানে এক কাকুর ভিডিও সেই সময় ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল।

লকডাউনে চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন কাকু। তাকে বাড়ির বাইরে বেরোতে ব্যারন করায় কাকু বলে ওঠেন, ‘আমরা কি চা খাবো না! খাবো না আমরা চা?’ কাকুর বলা এই কথাটি ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে তা ব্যাপক ভাইরাল (Viral) হয়ে পরে। রাতারাতি ফেমাস হয়ে যান ভাইরাল চা কাকু। সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখে অনেকেই বিরূপ মন্তব্য করেছিলেন ওনাকে। অনেকেই বলেছিলেন নিয়ম না মেনে বাইরে বেরোচ্ছে, এনাদের মত লোকেদের জন্যই করোনা ছড়াচ্ছে।

   

amra ki cha khabo na,Viral Cha Kaku,Mridul Deb,Vaccine,ভাইরাল খবর,চা কাকু

কিন্তু কিছুদিন পর খোঁজ মেলে চা কাকুর আসল পরিচয়ের। জানা যায় ভাইরাল চা কাকুর নাম মৃদুল দেব। পেশায় দিনমজুর তিনি, পেটের দায়ে ছোট খাটো সমস্ত কাজ করতেন তিনি। একবার তাঁর প্রচন্ড রোদের মধ্যে মাটি কাটার ভিডিও ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়াতে। এরপর কাকুর আসল পরিস্থিতির কথা জানার পর অনেকেই আবেগগ্রস্ত হয়ে পড়েন। মৃদুলবাবুর অজান্তেই তিনি সোশ্যাল মিডিয়াতে মিম হয়ে গিয়েছিলেন।

amra ki cha khabo na,Viral Cha Kaku,Mridul Deb,Vaccine,ভাইরাল খবর,চা কাকু

এরপর অবশ্য তার সাহায্যে এগিয়ে এসেছিলেন দাদা সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে মিমি চক্রবর্তী। তাঁর সংসার চালাতে যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখা হয়েছিল। বর্তমানে কেমন আছে সেই ভাইরাল চা কাকু? যেমনটা জানা যাচ্ছে বর্তমানে করোনা যোদ্ধা হিসাবেই দেখা যাচ্ছে তাকে। কোভিড ভলিন্টিয়ার হিসাবে কাজ করছেন তিনি।

amra ki cha khabo na,Viral Cha Kaku,Mridul Deb,Vaccine,ভাইরাল খবর,চা কাকু

সৌরভ গাঙ্গুলির ফাউন্ডেশনের তরফে কাজ করছেন মৃদুলবাবু। জেহেরু কোরোনার বিরুদ্ধে লড়াই করছেন তাই ঝুঁকিও রয়েছে অনেকটাই। সেই কথা ভেবে মৃদুলবাবুর ভ্যাকসিনেশনের ব্যবস্থা করল সৌরভ  গাঙ্গুলির ফাউন্ডেশন। আজ তাকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হল। আর চা কাকুর ভ্যাকসিন নেবার ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হলে ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে।