• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের সত্যিই দিন শেষ! এবার সাউথের ‘বিক্রান্ত রোনা’র সামনে মুখ থুবড়ে পড়ল ‘এক ভিলেন রিটার্নস’

Updated on:

Vikrant Rona defeats Ek Villain Returns on first day box office collection

বলিউডের অবস্থা খারাপ থেকে যেন খারাপতর হচ্ছে। অপরদিকে রমরমিয়ে চলছে সাউথের একাধিক সিনেমা। বক্স অফিসে একদিকে যেমন রাজত্ব করছে দক্ষিণী সিনেমাগুলি, তেমনই আবার বলিউডের ছবিগুলি মাথা তুলে দাঁড়াতেই পারছে না। সম্প্রতি যেমন দুই ইন্ডাস্ট্রির মুক্তিপ্রাপ্ত দুই ছবির লড়াইয়ে ফের বলিউডকে (Bollywood) পিছনে ফেলে দিয়েছে সাউথের সিনেমা (South Indian cinema)।

এক দিন আগে পরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাউথের ‘বিক্রান্ত রোনা’ (Vikrant Rona) এবং বলিউডের ‘এক ভিলেন রিটার্নস’ (Ek Villain Returns)। অথচ বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে বলিউডের সিনেমাটি। গত ২৮ জুলাই মুক্তি পেয়েছে সাউথের সিনেমাটি এবং ২৯ জুলাই মুক্তি পেয়েছে ‘এক ভিলেন রিটার্নস’। এখনও পর্যন্ত বলিউডের সিনেমার ৫ গুণ বেশি অর্থ ঘরে তুলে ফেলেছে কিচ্চা সুদীপ অভিনীত ছবিটি।

Vikrant Rona

দুই ছবির বক্স অফিস কালেকশনের নিরিখে বলা হলে, এখনও পর্যন্ত ৩৫ কোটি টাকার ব্যবসা করেছে ‘বিক্রান্ত রোনা’। অপরদিকে অর্জুন কাপুর, জন আব্রাহাম অভিনীত ছবিটি মাত্র ৭.০৫ কোটি টাকা ঘরে তুলতে সক্ষম হয়েছে।

Ek Villain Returns new poster

যদি কিচ্চা সুদীপের ছবির তুলনা রণবীর কাপুর অভিনীত ‘শামশেরা’র সঙ্গে করা হয়, তাহলেও কিন্তু লড়াইয়ে অনেক এগিয়ে দক্ষিণী ছবিটি। কারণ রণবীরের ছবিটি গত ২২ জুলাই ৫২৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। কিন্তু তা সত্ত্বেও মাত্র ১০.২৫ কোটি টাকার ব্যবসা করতে পেরেছিল ছবিটি। অপরদিকে মাত্র ২৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে ৩৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সাউথের সিনেমাটি।

Shamshera poster

কিচ্চা সুদীপ অভিনীত ‘বিক্রান্ত রোনা’ একটি সুপারহিরো সিনেমা। ছবিটির ভিএফএক্সের পিছনে প্রচুর পরিশ্রম করেছেন কলাকুশলীরা। শোনা গিয়েছে, ছবির ভিএফএক্সের কাজের জন্য ৮০০’এরও বেশি মানুষ কাজ করেছিলেন।

ছবির ওপেনিং কালেকশনের নিরিখে বলা হলে, এটি কন্নড় ভাষার অন্যতম হিট ছবিগুলির মধ্যে একটি। মুক্তির দু’দিনের মধ্যেই ছবিটি ‘কেজিএফ চ্যাপ্টার ২’, ‘চার্লি ৭৭৭’এর মতো ছবির তালিকায় নিজের নাম তুলে ফেলেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥