• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবশেষে বলিউডে নেপোটিজম নিয়ে মুখ খুললেন অভিনেতা ভিক্রান্ত ম্যাসে!

Published on:

বিগত কয়েক মাসে বলিউডের ওপর দিয়ে যেন ঝড় বয়ে গেছে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে  বলিউডের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন মাধ্যমে চর্চা ছিল তুঙ্গে। তার মধ্যে বলিউডে নেপোটিজম ও মাদক যোগ যে বলিউডকে একের পর এক তীরে বিদ্ধ করেছে। বহু বলিউড সেলিব্রিটির মাদক কাণ্ডে নাম জড়িয়েছে, নেপোটিজম নিয়ে সরব হয়েছে গোটা দেশ।

এবার এই নেপোটিজম নিয়েই মুখ খুললেন বলিউডের আরো এক অভিনেতা, ভিক্রান্ত ম্যাসে (Vikrant Massey)। অনেকের মোটেই বলিউডে বহিরাগতদের জন্য জায়গা নেই। যার ফলে বহু প্রতিভা নাকি শেষ হয়ে গেছে প্রকাশ হবার আগেই, কিন্তু অভিনেতা ভিক্রান্ত যে মন্তব্য করলেন তা বাকিদের থেকে আলাদা। অভিনেতা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মন্তব্যটি করেছেন বলেই জানা যাচ্ছে।

তিনি বলেছেন, “এখন অনেকেই অনেক নেতিবাচক আলোচনা করছেন, সেটা বলিউডের ভেতরের বা বাইরের অনেকেই করছেন। নেপোটিজম নিয়েও চর্চা কম হয়নি, তবে আমি গত ৭ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি। আমি বিশ্বাস করি কঠোর পরিশ্রম ও সম্ভাবনা নিয়ে কাজ করলে এসব কিছুই না! আমাকে ৭ বছর সময়ে সকলেই মুক্ত হস্তে আলিঙ্গন করেছেন , সেটা ছবিতে হিরোর সাথে  কোনো ছোট পার্শ্ব অভিনেতার অভিনয় হোক বা এখনকার সমালোচকদের দ্বারা প্রশংসিত ছবি। ইন্ডাস্ট্রির একটা অংশ হয়ে উঠেছি ধীরে ধীরে। ”

ভিক্রান্ত আরো বলেন,”যে কোনো বুদ্ধিমান মানুষই বুঝতে পারছে দিনে দিনে এই কথোপকথন কোনদিকে যাচ্ছে! এটা খুবই হতাশাজনক। তবে আমি খুব ভাগ্যবান যে আমার আশেপাশের লোকেরা এই সমস্ত কোথায় প্রভাবিত নয়। তারা আসল লক্ষ্যটা বোঝে এসমস্ত ছোটোখাটো ঝামেলার জন্য তারা প্রভাবিত হয়নি।’ শেষে অভিনেতা আরো বলেন, “আমার দীর্ঘ ৩৩ বছরের জীবনে আজ আমি যা কিছু হতে পেরেছি তা শুধুমাত্র এই ইন্ডাস্ট্রির দয়াতেই। আমি এখানে কাজ করতে পেরে সত্যি খুব খুশি ও উদ্ভাসিত।

প্রসঙ্গত, বলিউড অভিনেতা ভিক্রান্ত করোনা মহামারী কালেও  বেশ ব্যস্ত ছিলেন তার ওটিটি রিলিজ গুলি নিয়ে। বিগত কয়েক মাসে ভিক্রান্ত ম্যাসের বেশ কয়েকটি ওয়েব সিরিজ লঞ্চ করেছে। আগামী ২৩সে অক্টোবর “মির্জা পুর ২ (Mirzapur 2)” লঞ্চ হচ্ছে। “মির্জাপুরে (Mirzapur)” অভিনয়ের পর বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা ভিক্রান্ত। ভিক্রান্তের “গিনি ওয়েডস সানি (Ginny weds Sunny) “ওয়েব সিরিজটিও বেশ জনপ্রিয়তা লাভ করেছে দর্শকদের মধ্যে।

https://www.instagram.com/p/CF9k2HWJQb4/?utm_source=ig_web_copy_link

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥