• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাউথের দিন এবার শেষ! বলিউডের হাল ফেরাতে আসছে ঋত্বিক-সইফের ‘Vikram Vedha’, প্রকাশ্যে ট্রেলার

বলিউডের জন্য আগামী সেপ্টেম্বর মাস বেশ ভালো কাটবে মনে হচ্ছে। বিগ বাজেট ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাচ্ছে আগামী পাশেই। এছাড়াও দর্শকদের মন জয় করতে সেই মাসেই আসছে বহু প্রতীক্ষিত সিনেমা ‘বিক্রম বেধা’ (Vikram Vedha)। সম্প্রতি মুক্তি পেয়েছে সেই ছবির টিজার (Teaser)। যা দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা।

রণবীর কাপুর, আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’র ব্যাপারে বেশ কিছু জানা গেলেও, ঋত্বিক রোশন (Hrithik Roshan) এবং সইফ আলি খান (Saif Ali Khan) সম্বন্ধে সেই অর্থে কিছুই জানতে পারছিলেন না নেটিজেনরা। সেই কারণেই ছবি ঘিরে উত্তেজনা এবং আগ্রহ দুইই বাড়ছিল। অধীর আগ্রহে তাঁরা অপেক্ষা করছিলেন ছবির টিজারের। অবশেষে এসে গেল সেই দিন।

   

Hrithik Roshan and Vikram Vedha

বুধবার সকালে বলিউড সুপারস্টার টিজার প্রকাশ করার সংবাদ টুইট করে লেখেন, ‘একটা কাহিনী শোনাব স্যার? বিক্রম বেধার টিজার প্রকাশ্যে এসে গিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর সারা বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিক্রম বেধা’।

ঋত্বিক টিজার প্রকাশ্যে আসার সংবাদ শেয়ার করা মাত্রই সেখানে একের পর এক কমেন্ট করতে থাকেন নেটিজেনরা। টিজার দেখার পর নেটিজেনদের একাংশের মত, বয়কটের এই বাজারে বলিউডের সুদিন আসবে এই ছবির হাত ধরেই।

১ মিনিট ৫৪ সেকেন্ডের এই টিজার শুরুই হচ্ছে, ‘এক কাহিনী শুনায়ে স্যার?’ এই লাইন দিয়ে। আর আপনার মেরুদণ্ড দিয়ে ঠাণ্ডা একটা স্রোত বইয়ে নিয়ে যাওয়ার জন্য যেন এতটুকু কথাই যথেষ্ট। দুর্দান্ত সংলাপ, ধামাকেদার অ্যাকশনে ভরপুর এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর। আপাতত সেই দিনের অপেক্ষাতেই বসে রয়েছেন দর্শকরা।

ঋত্বিক-সইফ অভিনীত ‘বিক্রম বেধা’ একই নামের সুপারহিট দক্ষিণী ছবির রিমেক। বলিউড ছবিটিও লিখেছেন এবং পরিচালনা করেছেন পুষ্কর-গায়ত্রী। থ্রিলার জঁরের এই সিনেমা ভর্তি বহু টুইস্ট এবং টার্নে। সাহসী পুলিশ বিক্রম (সইফ আলি খান) এবং শিহরন জাগানো গ্যাংস্টার বেধার (ঋত্বিক রোশন) কাহিনী দেখানো হবে সিনেমায়। এবার দেখার, নেটিজেনদের মতানুযায়ী সত্যিই এই সিনেমা বলিউডের সুদিন ফিরিয়ে আনে কিনা।

site