• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৬ বছর পর পর্দায় আবারও একসাথে বিক্রম-শোলাঙ্কি! ফিরছে সকলের প্রিয় ‘ইচ্ছেনদী’ জুটি

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে আজও অন্যতম হিট জুটি হলো স্টার জলসার (Star Jalsha) ‘ইচ্ছেনদী’ (Ichche Nodi) সিরিয়ালের অনুরাগ আর মেঘলার (Anurag-Meghla) জুটি। ২০১৫ সালে প্রথমবার একসাথে জুটি বেঁধেই  দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল শোলাঙ্কি রায় আর বিক্রম চ্যাটার্জির (Solanki Roy & Vikram Chatterjee) রসায়ন।

তাই  ইচ্ছেনদী শেষ হওয়ার এতদিন পরেও দর্শকমহলে তাঁদের ক্রেজ কমেনি এক ফোঁটাও।  এখনও মাঝেমধ্যেই সিরিয়ালের ফ্যান পেজগুলিতে দেখা যায় এই সিরিয়ালের বিভিন্ন দৃশ্যের ছবি কিংবা ভিডিও। প্রসঙ্গত বিনোদন জগতে পুরোনো জুটিকে নতুন করে ফিরিয়ে আনার বিষয়টি নতুন নয় একেবারেই।  এবার এমনটাই ঘটতে চলেছে পর্দার অনুরাগ মেঘলা জুটির ক্ষেত্রেও।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,বাংলা সিনেমা,Bengali Cinema,শোলাঙ্কি রায়,Solanki Roy,বিক্রম চ্যাটার্জী,Vikram Chatterjee,নতুন সিনেমা,New Cinema,শহরের উষ্ণতম দিনে,Shohorer Ushnotomo Dine,পোস্টার রিলিজ,Poster Release

তবে কোন সিরিয়াল নয় বিক্রম- শোলাঙ্কি জুটি ফিরছেন একটি নতুন সিনেমা নিয়ে। তাঁদের এই সিনেমার নাম ‘শহরের উষ্ণতম দিনে’ (Shohorer Ushnatama Dine)।  প্রসঙ্গত গতকালই গিয়েছে বিক্রম চ্যাটার্জির জন্মদিন। এই বিশেষ দিনে বিক্রমের সাথেই একটি ছবি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শোলাঙ্কি  ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছিলেন সকলের জন্য একটা সারপ্রাইজ আসছে।

পরে জন্মদিনের সন্ধ্যাতেই অনুরাগীদের বিশেষ উপহার দেন বিক্রম শোলাঙ্কি জুটি। প্রকাশ্যে আসে তাঁদের   প্রথম সিনেমা শহরের উষ্ণতম দিনের পোস্টার। পোস্টারে দেখা যাচ্ছে ভিক্টোরিয়ার সামনে একটি চেয়ারে বসে আছে দুজন।

Vikram Chatterjee and Solanki Roy
এই পোস্টার  নিজের ইনস্টাগ্রাম  প্রোফাইল থেকে শেয়ার করে নিয়ে বিক্রম লিখেছেন ‘এ শহর জানে আমার প্রথম সবকিছু। এটাই আমার দিনটাকে আরও বিশেষ করে তুলল। আমার এই জন্মদিনে আমার তরফে আপনাদের সবাইকে এটাই রিটার্ন গিফট হিসেবে। দিলাম।’

 

View this post on Instagram

 

A post shared by Vikram Chatterjee (@vikramchatterje)


এছাড়া এই পোস্টে শোলাঙ্কিকে মেনশন করে বিক্রম লিখেছেন  ‘ চিয়ার্স! আমরা আবার একসঙ্গে কাজ করছি শোলাঙ্কি। আগামীতে আরও হবে। শহরের উষ্ণতম দিনে এই বছরের গ্রীষ্মে আসছে। দেখা হচ্ছে শীঘ্রই।’ প্রসঙ্গত অরিত্র সেন পরিচালিত এই সিনেমাটি প্রযোজনার দায়িত্বে রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়ের রোড শো ফিল্মস।

site