বাংলার জনপ্রিয় একজন অভিনেতা হলেন বিক্রম চ্যাটার্জী (Vikram Chatterjee)। নতুন বছরের শুরু থেকেই ঠাসা কাজ রয়েছে অভিনেতার হাতে। আগামী মাসেই ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে অভিনেতার নতুন ওয়েব সিরিজ (Web Series) রক্তকরবী (Raktakarabi)। রহস্য রোমাঞ্চে মোড়া এই ওয়েব সিরিজে বিক্রমের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন (Raima Sen)।
সেখানে বিক্রম জানিয়েছেন আপাতত তার হাতে যেহেতু ঠাসা কাজ তাই তিনি এখন শুধু কাজ নিয়েই ভাবতে চান। প্রসঙ্গত পাঁচ বছর আগে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে নদী (Iche Nodi) তে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল বিক্রম এবং অভিনেত্রী সোলাঙ্কি রায় (Solanki Roy)। তাদের জুটি নিয়ে দর্শকমহলে ক্রেজ ছিল চোখে পড়ার মতো।
এমনকি সিরিয়াল শেষ হয়ে যাওয়ার এত বছর পরেও দর্শকমহলে পর্দার অনুরাগ এবং মেখলা জুটির জনপ্রিয়তা রয়েছে আকাশছোঁয়া। এখনও মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ার পাতায় ভেসে ওঠে এই পুরনো জুটির নানান ছবি এবং ভিডিও। তাই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার এত বছর পরেও এইভাবে দর্শকদের ভালোবাসা পেয়ে ঠিক কেমন লাগে অভিনেতার?
এ প্রসঙ্গে সম্প্রতি ওই সাক্ষাৎকারে বিক্রম জানিয়েছেন ‘সোলাঙ্কি আর আমার রসায়নে নিশ্চয়ই এমন কিছু আছে যার ফলে জুটি হিসেবে আমরা এতটা জনপ্রিয়’। প্রসঙ্গত মাঝখানে শোনা গিয়েছিল টেলিভিশনের পর্দায় আরো একবার ফিরছে ‘ইচ্ছেনদী’। কিন্তু আসলে তেমনটা নয়, এবার আর ছোট পর্দা নয় দীর্ঘ পাঁচ বছর পর বড় পর্দায় ফিরছেন বিক্রম সোলাঙ্কি জুটি।
জনপ্রিয় পরিচালক অরিত্র সেনের পরিচালনায় ‘শহরের উষ্ণতম দিনে’ (Sahorer Ushnatama Dine) সিনেমার হাত ধরেই ফের একবার পর্দায় ফিরতে চলেছেন দর্শকদের প্রিয় অনুরাগ মেঘলা জুটি। এই সিনেমার হাত ধরেই আরো একবার প্রিয় জুটিকে টিভির পর্দায় দেখার অপেক্ষায় যেন আর তর সইছে না অনুরাগীদের।