• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অঙ্কুশের সঙ্গে প্রেমের পর ভাঙছে বিক্রমের সাথে বন্ধুত্বও! ঐন্দ্রিলার বয়ানে চাঞ্চল্য নেটপাড়ায়

টলিউডের (Tollywood) তারকাজুটি অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen) সঙ্গে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের (Vikram Chatterjee) সখ্যতার কথা কারোর অজানা নয়। এই তিন তারকা দীর্ঘদিনের বন্ধু। কিন্তু এবার এই বন্ধুর প্রেমজীবন নিয়েই বিস্ফোরক বয়ান দিলেন অভিনেত্রী। বিক্রমের ‘দোষ’? তিনি দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে নিয়ে জিজ্ঞেস করেছিলেন।

গত দু’দিন ধরে টলিপাড়ার ‘হট টপিক’ হল অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। এত বছরের সম্পর্ক হওয়া সত্ত্বেও কেন তাঁরা বিয়ে করবেন না আপাতত এই প্রশ্নই ঘুরছে প্রত্যেকের মনে। শুধুমাত্র তারকাজুটির অনুরাগীরাই নন, সম্পূর্ণ বিষয়টি নিয়ে বেশ চিন্তায় পড়েছেন টলিপাড়ার সেলেবরাও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আবীর চট্টোপাধ্যায়- লিস্টে নাম রয়েছে বহু তারকার।

   

Ankush Hazra and Oindrila Sen

অঙ্কুশ-ঐন্দ্রিলা এমন দুই তারকা যারা শুধুমাত্র জনপ্রিয়ই নন, তাঁদের জুটি হিসেবেও প্রচণ্ড পছন্দ করেন সকলে। এমতাবস্থায় এত বছরের প্রেম হওয়া সত্ত্বেও তাঁদের বিয়ে না করার সিদ্ধান্তে সকলেই বেশ চমকে গিয়েছেন। টলিপাড়ার সেলেবরা প্রত্যেক মুহূর্তে দু’জনকে জিজ্ঞেস করে চলেছেন কেন তাঁরা বিয়ে করবেন না।

রবিবার বেলা গড়ানোর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও শেয়ার করতে থাকেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। সেখানেই প্রত্যেক তারকাকেই জিজ্ঞেস করতে দেখা যাচ্ছে, তাঁরা কেন বিয়ে করছেন না? ব্যতিক্রম নন বিক্রমও। প্রায় ১০-১১ বছর পুরনো এই দুই বন্ধুর সিদ্ধান্ত নিয়ে অভিনেতা বলেন, এত বছরের প্রেম দু’জনের, একসঙ্গে থাকছেন, তাও কেন এমন করছেন তাঁরা?

Ankush Hazra Oindrila Sen and Vikram Chatterjee

দীর্ঘদিনের বন্ধুর মুখ থেকে একথা শোনার পর অঙ্কুশ তাঁকে সবটা জানাতে চাইলেও ধমকের সুরে ঐন্দ্রিলা বলে ওঠেন, ‘নিজের তো কিছু হিল্লে হচ্ছে না। খালি আমরা কী করছি সেটা জানা চাই’। অঙ্কুশ বিক্রমের সঙ্গে ১০-১১ বছরের বন্ধুত্বের কথা স্মরণ করাতে গেলেও তাঁকে কিচ্ছুটি জানাতে নারাজ ঐন্দ্রিলা।

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)


অভিনেত্রীর সাফ জবাব, যা জানার তা ১৪ ফেব্রুয়ারিতেই জানানো হবে। এখন সকলেই ভাবছেন চোদ্দো তারিখ কী এমন ‘বোমা’ ফাটাবেন এই তারকাজুটি? অনুরাগীদের মধ্যে জল্পনা কল্পনাও শুরু হয়ে গিয়েছে। এবার দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়!