• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ওয়েব সিরিজের ‘রাজা’ বিজয় ভার্মা ঘরে এনেছেন ‘নতুন বউ’! ভক্তদের সঙ্গে করিয়ে দিলেন আলাপ

vijay verma

দিন বদলেছে। সিনেমার একচেটিয়া দৌরাত্ম আর নেই। সিনেমার পাশাপাশি এখন এসে গিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম (OTT platform) আর ওয়েব সিরিজের (Web series) রমরমা বাজার। আর এই ওয়েব সিরিজের তারকারাও এখন টক্কর দিচ্ছেন তাবড়-তাবড় অভিনেতা অভিনেত্রীদের। সেরকমই আপনি যদি ওয়েব সিরিজের নিয়মিত দর্শক হয়ে থাকেন, তবে অভিনেতা বিজয় ভার্মাকে (Vijay verma) আপনি বিলক্ষণ চিনবেন।

একের পর এক সিরিজে দুর্দান্ত অভিনয় করে নিজের জাত চিনিয়ে দিয়েছেন অভিনেতা। অনুরাগীদের সংখ্যার দিক থেকেও তিনি টেক্কা দিতে পারেন যেকোনো বলি-অভিনেতাকেই। তার তারকা সুলভ ব্যক্তিগত জীবন নিয়েও তাই অনুরাগীদের কৌতুহলের শেষ নেই।

vijay verma

তাই ঘরে ‘নতুন বউ’ এনে অনুরাগীদের সাথে আলাপ করিয়ে দিতে ভুললেন না বিজয়। সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা যেখানে দেখা যাচ্ছে, সাদা টিশার্ট পরে হাতে একটি ভিজ্যুয়াল গেমিং কনসোল – পিএস৫ নিয়ে পোজ দিয়েছেন অভিনেতা।

vijay verma

আজ্ঞে হ্যাঁ এইটিই তার নতুন বউ। আসলে এই করোনা কালে এইটিই তার সর্বক্ষণের সঙ্গী৷ তাই বউয়ের থেকে এর গুরুত্ব মোটেই কোনো অংশেই কম নয়। মির্জাপুর, ওকে কম্পিউটারের মতো দুর্দান্ত সব সিরিজে অভিনয় করেছেন বিজয়। তবে আপাতত কাজ লাটে, এখন চুটিয়ে বউয়ের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥