• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাহুর দশা চলছে বলিউডে, তাই কোনো রিস্ক নয়! জওয়ান ছবিতে দক্ষিণী সুপারস্টারই ভরসা বাদশা শাহরুখের

বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের (Shah Rukh Khan) আগামী ছবি ‘জওয়ান’ (Jawan) নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দীর্ঘ চার বছর পর বড় পর্দা থেকে দূরে থাকার পর এবার কামব্যাক করতে চলেছেন তিনি। তাই স্বাভাবিকভাবেই এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন ‘কিং খান’এর ভক্তরা। তবে এবার ছবির সঙ্গে  জড়িত একটি বড় সংবাদ সামনে এসেছে। শোনা যাচ্ছে, এক দক্ষিণী সুপারস্টার শাহরুখের এই ছবির জন্য সই করেছেন।

‘কিং খান’ এই ছবির কথা ঘোষণা করার পর থেকেই অনুরাগীরা ছবি মুক্তির জন্য অপেক্ষা করছেন। বিগ বাজেট এই ছবির পরিচালনা করছেন দক্ষিণের নামী পরিচালক অ্যাটলি কুমার। পাশাপাশি শাহরুখের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সাউথেরই জনপ্রিয় নায়িকা নয়নতারাকে। তবে শুধু এই দু’জনই নন, বলি বাদশার এই ছবির সঙ্গে দক্ষিণী ইন্ডাস্ট্রির আরও অনেক বেশি যোগ রয়েছে।

   

Jawan movie

ছবির সঙ্গে জড়িত সূত্র মারফৎ আগেই জানা গিয়েছিল, শাহরুখের এই ছবিতে তিনি, নয়নতারার পাশাপাশি রানা ডগ্গুবাতি, সুনীল গ্রোভার, সান্যা মলহোত্রার মতো শিল্পীদের দেখা যাবে। তবে এবার শোনা যাচ্ছে, নিজের ব্যস্ত শিডিউলের কারণে ছবি থেকে সরে দাঁড়িয়েছেন ‘বাহুবলী’ খ্যাত রানা। তাঁর জায়গায় যোগ দিয়েছেন সাউথের সুপারস্টার বিজয় সেতুপতি (Vijay Sethupathi)।

বলিউডের এই ছবিতে দক্ষিণী পরিচালক থেকে শুরু করে অনেক অভিনেতা, অভিনেত্রী রয়েছেন। তাই ছবিটি ঘিরে হিন্দি সিনেমার দর্শকদের পাশাপাশি সাউথের দর্শকদেরও বেশ আগ্রহ তৈরি হয়েছে। বিজয় সেতুপতির ‘জওয়ান’এ যোগ দেওয়ার সংবাদে দর্শকদের সেই আগ্রহ কয়েকগুণ বেড়ে গিয়েছে। তবে শুধু এই অভিনেতাই নয়, বলিউডের এই ছবিতে সাউথের আর এক সুপারস্টার থালাপতি বিজয়কেও দেখা যাবে বলে জানা যাচ্ছে। মাল্টিস্টারার এই ছবিটি পরের বছর ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Vijay Sethupathi

বিজয় সেতুপতিকে শেষবারের মতো কমল হাসান অভিনীত ‘বিক্রম’ ছবিতে দেখা গিয়েছে। তবে এবার শোনা যাচ্ছে, সুপারহিট দক্ষিণী ছবি ‘পুষ্পা দ্য রাইজ’এর সিক্যুয়েল ‘পুষ্পাঃ দ্য রাইজ’এ দেখা যাবে। সেখানে তাঁকে খলনায়কের চরিত্রে দেখা যাবে বলে জানা যাচ্ছে।