প্রিয় তারকাদের ব্যাক্তিগত জীবন থেকে শুরু করে প্রেম, বিয়ে এমনই নানা বিষয়ে জানার জন্য কৌতূহলের অন্ত থাকে অনুরাগীদের। আর ইদানীং সিনেমাপ্রেমীদের কাছে বিশেষভাবে জনপ্রিয়তা পেয়েছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির নায়ক -নায়িকারা। যাদের মধ্যে অন্যতম হলে গতবছরের শেষের দিকে মুক্তি প্রাপ্ত ব্লকবাস্টার হিট ‘পুষ্পা দ্য রাইজ’ সিনেমার শ্রীভল্লি অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandana)।
পুষ্পা সিনেমায় শ্রীভল্লির অভিনয় থেকে শুরু করে ‘স্বামী স্বামী’ (Shami Shami) গানে তার দুর্ধর্ষ নাচ দেখে নেশায় বুঁদ হয়ে রয়েছেন অসংখ্য অনুরাগী। এই সিনেমার হাত ধরে বিরাট সাফল্য মেলার পর থেকে রশ্মিকাই হয়ে উঠেছেন জাতীয় ক্রাশ। এরই মধ্যে বেশ কিছুদিন ধরে কানাঘুঁষো শোনা যাচ্ছে এক দক্ষিণী অভিনেতার সাথে চুটিয়ে প্রেম করছেন রশ্মিকা। আর এই অভিনেতা আর কেউ নন, তিনি হলেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবারাকোন্ডা (Vijay Deverakonda)।
উল্লেখ্য সোমবার সকাল থেকেই এই এক খবরে ছয়লাপ হয়ে যায় গোটা সোশ্যাল মিডিয়া। এমনকি সবকিছুকে ছাপিয়ে এও শোনা যায়, যে খুব শিগগিরই অর্থাৎ চলতি বছরের শেষের দিকে নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রশ্মিকা-বিজয়। প্রথমদিকে এই বিষয়ে এই তারকা জুটির কেউই মুখ খোলেননি। কিন্তু এসবের মধ্যেই সোমবার রাতে আচমকাই টুইট করেন বিজয় দেবারাকোন্ডা।
যা নিয়ে ফের শুরু হয় নতুন জল্পনা। টুইটে বিজয় লিখেছেন, ‘আবারও ভুল কথাবার্তা।’ তবে কোন কথাকে তিনি ‘ভুল’ বলছেন, তা টুইটে কোথাও স্পষ্ট ভাবে উল্লেখ করেননি তিনি। তবে এই টুইট দেখে অধিকাংশেরই মনে হয় রশ্মিকার সাথে বিয়ের জল্পনা এড়াতেই এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন বিজয়।
As usual nonsense..
Don’t we just
❤️ da news!— Vijay Deverakonda (@TheDeverakonda) February 21, 2022
উল্লেখ্য রশ্মিকা ও বিজয় একসাথে ‘ডিয়ার কমরেড’,এবং ‘গীত গোবিন্দম’-এর মতো প্রেমের ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। শোনা যয় এই সিনেমার হাত ধরেই তাদের প্রেম গড়ায় বাস্তবে। একসাথে জিম যাওয়া থেকে শুধু করে লুকিয়ে ছুটি কাটানো সবটাই একসাথে করেন তারা। তবে একে অপরের সাথে সম্পর্কের বিষয়ে এখনও পর্যন্ত শিলমোহর দেননি তারা কেউই।