হাত্র গুনে মাত্র ৪ দিন। আর এই চার দিনেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) অভিনীত ছবি ‘লাইগার’। গত ২৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই সিনেমা। প্রথম দিন থেকেই দর্শকদের মুগ্ধ করতে ব্যর্থ হয় এই সিনেমা। ফলস্বরূপ দর্শকদের বিচারে ‘বক্স অফিস ডিসাস্টার’ ঘোষিত হয়েছে এই সিনেমা। সেই সঙ্গেই লজ্জার তালিকায় নাম তুলে ফেললেন বিজয়ও।
গত ২৫ আগস্ট থেকে এখনও পর্যন্ত মাত্র ৩৬.১০ কোটি টাকা আয় করেছেন ‘লাইগার’ (Liger)। ১৭৫ কোটি টাকার বিশাল বাজেটে তৈরি এই সিনেমা এখনও পর্যন্ত নির্মাণের অর্ধেক টাকাও ঘরে তুলতে পারেনি। সেই কারণেই বলিউডে পা রাখা ফ্লপ সাউথ অভিনেতাদের (Flop south superstar) তালিকায় নাম তুলে ফেলেছেন বিজয়।
জানিয়ে রাখা প্রয়োজন, ‘লাইগার’ একটি প্যান ইন্ডিয়া ছবি। এর আগে মুক্তিপ্রাপ্ত প্রায় প্রত্যেকটি প্যান ইন্ডিয়া ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। সেই তালিকায় নাম রয়েছে ‘পুষ্পা’, ‘কেজিএফ ২’এর মতো সিনেমার। বিজয়ের ছবি থেকেও তেমনই আয় হবে আশা করেছিলেন নির্মাতারা। কিন্তু করণ জোহর প্রযোজিত এই ছবি বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে।
রিলিজের দিন ‘লাইগার’ ১৫.৯৫ কোটি টাকা আয় করেছিল। এরপর শুক্র, শনি এবং রবিবার যথাক্রমে ৭.৭ কোটি, ৬.৯৫ কোটি এবং ৫.৫০ কোটি টাকা কামিয়েছে এই সিনেমা। দর্শকদের মতে, এই ছবি ফ্লপ হওয়ার প্রচুর কারণ রয়েছে।
বিগ বাজেট ‘লাইগার’এ সাউথ সুপারস্টার বিজয়ের অভিনয় প্রশংসিত হয়েছে। তবে ফের জঘন্য অভিনয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছেন চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা। পাশাপাশি দর্শকদের একাংশের ছবির চিত্রনাট্যও বেশ দুর্বল লেগেছে।
‘লাইগার’ ফ্লপ হওয়ার সঙ্গেই বিজয় বলিউডে পা রাখা ফ্লপ সাউথ তারকাদের তালিকায় নাম তুলে ফেলেছেন। এখনও পর্যন্ত সাউথের প্রায় ১৫জন হিরো বলিপাড়ায় ডেবিউ করেছেন। সেই তালিকায় নাম রয়েছে, রজনীকান্ত, কমল হাসান, চিরঞ্জিবী, নাগার্জুন, সিদ্ধার্থ, রাম চরণ, প্রকাশ রাজ, রানা ডাগ্গুবাতি, দুলকির সলমন, কিচ্চা সুদীপের মতো অভিনেতাদের। এনাদের মধ্যে সফল হয়েছেন স্রেফ রজনীকান্ত, কমল হাসান এবং প্রকাশ রাজ।