• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১৯৯ টাকার চপ্পল পরায় বিজয় দেবরাকোন্ডাকে ট্রোল! রণবীর সিংকে  ধুয়ে দিলেন নেটিজেনরা

ইদানীং সিনেমাপ্রেমীদের কাছে বিশেষভাবে জনপ্রিয়তা পেয়েছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির হিরোরা। যাদের মধ্যে অন্যতম একজন হলেন দেখিনি সুপারস্টার বিজয় দেবরাকোন্ডা (Vijay Deverakonda)। এমনিতে প্রিয় তারকাদের ব্যাক্তিগত জীবন থেকে শুরু করে প্রেম, বিয়ে নানা বিষয়ে জানার জন্য কৌতূহলের অন্ত থাকে অনুরাগীদের। নজর থাকে তারকাদের জামাকাপড় থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট সবকিছুতেই।

প্রসঙ্গত সামনের মাসেই অর্থাৎ আগামী ২৫ আগস্ট মুক্তি পেতে চলেছে বিজয় দেবরাকোন্দা অভিনীত সিনেমা ‘লাইগার’ (Liger)। পুরী জনন্নাধ পরিচালিত এই ছবির হাত ধরেই বলিউড ডেবিউ করতে চলেছেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরকোন্ডা। ধর্মা প্রোডাকশন হাউস প্রযোজিত এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয়  করেছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে।

   

বিজয় দেবরাকোন্ডা,Vijay Deverakonda,লাইগার,Liger,ট্রেলর লঞ্চ,Trailor,Launch,চপ্পল,Chappal,ট্রোল,Troll,রণবীর সিং,Ranveer Singh

কিছুদিন আগেই এই ছবির পোস্টার শেয়ার করে শিরোনামে এসেছিলেন এই অভিনেতা। আসলে ছবির ওই  পোস্টারে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল,বিজয়কে। এছাড়া দেখা যায় তাঁর হাতে রয়েছে এক গুচ্ছ গোলাপ। সেই ফুলগুলি দিয়েই আড়াল করেছিলেন গোপনাঙ্গ। ছবিতে ইংরেজিতে লেখা, ছিল  ‘শালা ক্রসব্রিড’।

Liger new poster

এবার এই ছবিরই ট্রেলর লঞ্চে (Trailor Launch) এসে এক অভিনব রূপে ধরা দিয়েছিলেন অভিনেতা। বলিউডের হাই প্রোফাইল এই অনুষ্টানে বিজয়ের পরনে ছিল কালো টি শার্ট, কার্গো প্যান্টস। তবে সবার নজর গিয়ে পড়েছিল অভিনেতার পায়ে থাকা হওয়াই চপ্পলের (Chappal) দিকেই।

বিজয় দেবরাকোন্ডা,Vijay Deverakonda,লাইগার,Liger,ট্রেলর লঞ্চ,Trailor,Launch,চপ্পল,Chappal,ট্রোল,Troll,রণবীর সিং,Ranveer Singh

জানা যায়, অভিনেতার চপ্পলটির দাম নাকি মাত্র  মোটে ১৯৯ টাকা! একজন বোরো সুপারস্টার হয়েও হঠাৎ কেন এত কম দামের চপ্পল পড়লেন বিজয়? এপ্রসঙ্গে বিজয়ের স্টাইলিস্ট হরমন কৌর জানিয়েছেন, এই চপ্পল পরে আসার আইডিয়াটি নাকি  সম্পূর্ণ বিজয়ের নিজের ছিল।  কারণ তিনি নাকি চেয়েছিলেন, লাইগার ছবির চরিত্রের সঙ্গে মানানসই সাদামাটা পোশাক পরতে।

 

View this post on Instagram

 

A post shared by Celebs Ark (@celebs.ark)


তবে তাঁকে চপ্পল পরে আসতে দেখে ট্রোল (Troll) করতে শুরু করেন অনেকে। বিজয়ের এই ছবির  প্রচারের দায়িত্বে  ছিলেন রণবীর সিং (Ranveer Singh)।এই চপ্পলের জন্য তিনিও রসিকতা করতে ছাড়েননি বিজয়ের সাথে। মজা করে তিনি বলেন  ‘ভাইয়ের স্টাইল দেখুন! মনে হচ্ছে, আমি ওর ছবির ট্রেলার লঞ্চে আসিনি। ও আমার ছবির ট্রেলার লঞ্চে এসেছে।’ তবে নেটিজেনজরাও একেবারে ধুয়ে দিয়েছেন রণবীরকে। তারা বলেছেন দক্ষিণী তারকারা বরাবরই এমনই সাধারণ, তাঁরা ভণিতা করেন না।