ষ্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) সিরিয়াল যে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় সে নিয়ে দ্বিমত নেই। সাপ্তাহিক টিআরপি (TRP) তালিকায় একটানা তিন মাসেরও বেশি সময় ধরে টপার হয়ে চলেছে সূর্য-দীপার কাহিনী। মাঝে কিছুটা একঘেয়ে হলেও এখন তো প্রতি পর্বেই থাকছে দারুন চমক। আগের সহজ সরল দীপাও এবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গর্জে উঠছে। যেটা দেখে দর্শকদের মনে আনন্দের শেষ নেই।
গল্পে যেমন সোনা-রুপা দুই বোনের মধ্যে অজান্তেই মিল হয়েছে। তেমনি তাদের মা বাবার মধ্যে ভুল বোঝাবুঝির জেরে বাড়ছে দূরত্ত্ব। তার উপর মিশকা তো রয়েছেই ষড়যন্ত্র করার জন্য। যতবারই সবটা মিটে যাওয়ার দিকে এগোয় তখনই কিছুনা কিছু ফন্দি এঁটে সূর্য দীপাকে দূরে ঠেলে দেয় মিশকা।
গল্পের এমন প্যাঁচালো ট্র্যাক দেখে কিছুটা বিরক্ত দর্শকেরাও। চ্যানেলের পক্ষ থেকে প্রোমো শেয়ার করা হলে কিংবা সোশ্যাল মিডিয়াতে চর্চার মাঝে নেটিজেনদের মত, এবার ট্র্যাকে পরিবর্তন হওয়া উচিত। মিল দেখানো উচিত সূর্য-দীপার। কিন্তু সে গুড়ে বালি! লেটেস্ট প্রোমোতে দেখা যাচ্ছে মিল তো দূর, দীপার থেকে ডিভোর্সের জন্য কোর্টে আবেদন করেছে সূর্য।
অবশ্য কোর্টে যাওয়ার আগেই একটা দারুন সারপ্রাইজ দিয়েছে চ্যানেল। দর্শকদের এতদিনের রাগ পুষিয়ে মিশকাকে উত্তম মধ্যম দিয়েছে দীপা। হ্যাঁ দ্বিতীয় মেয়ের পরিচয় জানাবে বলে দীপাকে ব্ল্যাকমেল করে চলেছিল মিশকা। তাই লাবণ্যের দেওয়া শাড়ি পরে থাপ্পড়ের পর থাপ্পড় থেকে বেল্টের বাড়ি দিয়ে মিশকাকে উচিত শিক্ষা দিয়েছে দীপা।
কিন্তু এতো কিছুর পরেও যে সূর্যর ভুল বোঝা বন্ধ হচ্ছে না। সবাই সত্যিটা দেখতে পেলেও সূর্যর চোখে কিছুতেই পড়েনা। এবার এই নিয়েই নায়ককে একপ্রস্ত কটাক্ষ করে বসল নেটিজেনরা। শীঘ্রই পর্দায় দেখা যাবে ষ্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস ২০২৩। সেখানে মিশকাকে সেরা খলনায়িকার পুরস্কার ও সূর্যকে সেরা খলনায়কের পুরস্কার দেওয়া উচিত বলে জানালেন এক নেটিজেন।
নেটিজেনদের মতে, ‘২০২৩ এর সেরা খলনায়িকা মিশকা এটা তো প্রায় শিউর। এবার খলনায়ক অ্যাওয়ার্ড টাও সূর্য কে দেয়া হোক। একদম পারফেক্ট জুটি হবে। আবার সিরিয়ালে দেখি ম্যাচিং ও পরে।’ অর্থাৎ বোঝাই যাচ্ছে দর্শকেরা আর অপেক্ষা করতে পারছেন না সূর্য-দীপার মিল দেখার জন্য।