সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। তাই অবসর সময়ে সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশি সকলেই। দর্শকমহলে বিপুল জনপ্রিয় এমনই একটি মেগা সিরিয়াল হল স্টার জলসার খড়কুটো (Khorkuto)। হাসি-মজায় ভরপুর মুখার্জি পরিবারের যৌথ পারিবারিক সম্পর্কের প্রেক্ষাপটে গুনগুন-সৌজন্যের (Gungun-Soujanyo) খুনসুটি নিয়ে তৈরি হয়েছে এই সিরিয়াল।
তবে ইদানীং টিআরপি তালিকায় ধীরে ধীরে তলিয়ে যচ্ছে এই সিরিয়াল। গতকালই টিআরপি তালিকায় সেরা দশের থেকেও বাদ পড়েছে এই সিরিয়াল। তার অন্যতম কারণ হল কনটেন্টের একঘেয়েমি। লাগাতার তিন্নি বনাম গুনগুন, সৌজন্যর রেষারেষি দেখে ক্লান্ত দর্শক। একথা সোশ্যাল মিডিয়ার পাতায় স্পষ্ট জানিয়েছেন নেটিজেনরা।
উল্লেখ্য এই সিরিয়ালে নায়িকা গুনগুনের চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা (Trina Saha) এবং সৌজন্য চরিত্রে রয়েছেন কৌশিক রায় (Koushik Roy)। অনান্য সিরিয়াল গুলির তুলনায় এই সিরিয়ালে তাদের সম্পর্ক একটু আলাদা। কারণ নায়ক,নায়িকা দুজনেই একে অপরের বিপরীত। তাই তাদের মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া-ঝাটি, মন কষাকষি হলেও মিল হয়ে যায় পরক্ষণেই।
তাই দুজনের মধ্যে যতই অমিল থাকুক, ঝগড়া, মান অভিমানের পালা চলুক চরম কঠিন পরিস্থিতিতেও একে অপরের হাতটা ধরে রাখে শক্ত করে। জীবনসঙ্গী হিসাবে একে অপরের একমাত্র ভরসাস্থল তারা। শুরু থেকেই টিভির পর্দায় গুনগুন সৌজন্যের রোম্যান্স দারুন পছন্দ দর্শকদের। সবেমাত্র সিরিয়াল থেকে তিন্নি বিদায় নেওয়ায় বাড়ির সবাই একটু নিশ্চিন্ত হয়েছিল।
View this post on Instagram
কিন্তু এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী সে নয়। তাই এবার তিন্নির জন্য আদালত অবধি যেতে হবে সৌগুনকে। আগেও একাধিকবার এই তিন্নির জন্য গুনগুন সহ গোটা পরিবার ভুল বুঝেছিল বাবিনকে।তাই এবার সে আগে থেকেই এই ব্যাপারে সাবধান করে দেয় গুনগুন আর বাড়ির সবাইকে। আর গুনগুন ও জানিয়ে দেয় সে তাকে ছেড়ে তিন্নি দিদি কে বিশ্বাস করবে এতটাও ইডিয়ট নয়।