• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুরুতেই কূটকচালি, এর থেকে ‘উমা’ই ভাল ছিল! আরম্ভ হতেই দর্শকদের কটাক্ষের শিকার ‘জগদ্ধাত্রী’

Published on:

Viewers didnot like first episode of Zee Bangla Jagaddhatri Serial says Uma was better

সম্প্রতিকালে পুরোনো সিরিয়াল (Serial) শেষের যেন হিড়িক লেগেছে একাধিক চ্যানেলে। টিআরপি তালিকায় (TRP List) ভালো না ফল করতেই পুরোনো সিরিয়ালের জায়গা নিয়েছেন নতুন সিরিয়াল। এমনই একটি সদ্য শুরু হওয়া সিরিয়াল হল ‘জগদ্ধাত্রী’। ক্রিকেট কেন্দ্রিক হেল্প ‘উমা’ (Uma) এর বদলে আজ থেকেই শুরু হয়েছে জগদ্ধাত্রী (Jagaddhatri)। কিন্তু শুরুতেই শেষে কিনা দর্শকদের কটাক্ষের শিকার হতে হল সিরিয়ালকে!

আসলে নতুন সিরিয়ালের প্রথম পর্ব নিয়ে বেশ আগ্রহী ছিলেন দর্শকেরা। কারণ যে কোনো সিরিয়ালই শুরুতে বেশ ভালোই লাগে। কিন্তু কিছুদিন যেতেই কূটকচালি আর ত্রিকোণ প্রেমের জেরে একঘেয়ে হয়ে যায় সিরিয়ালগুলি। এই নিয়ে দর্শকেরা একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন, তবে আদতে তাতে কিছু লাভ হয়নি। আর এবার জগদ্ধাত্রী সিরিয়ালের প্রথম পর্ব কেমন হল এই নিয়েই শুরু হয়েছে আলোচনা।

Zee Bangla Jagaddhatri Serial 1st Episode

২৯ শে অগাস্ট থেকে শুরু হওয়া জগদ্ধাত্রীকে বাড়িতে একেবারে ঘরোয়া আর ভীতু হিসাবে তুলে ধরা হয়েছে। এদিকে সিরিয়ালেই বাড়িরই বাইরে সম্পূর্ণ অন্য রূপ রয়েছে তাঁর। কেন? কারণ বাড়ির লুক জানেই না যে সে আসলে একজন স্পেশ‍্যাল ক্রাইম ব্র‍্যাঞ্চ অফিসার। যৌথ পরিবারের কাহিনী নিয়েই তৈরী সিরিয়ালের প্লট। কিন্তু মুশকিল হল বাড়ির কেউই তাকে সহ্য করতে পারে না।

কাহিনী অনুযায়ী, জগদ্ধাত্রীর সৎ মা ও বোন দুজনের কেউই তাকে সহ্য করতে পারে না। এমনকি বাড়ির অনেকেই তাকে অপছন্দ করলেও কিছু মানুষ আছে যারা তাকে খুব ভালোবাসে। এদিকে শান্তশিষ্ট ভীতু জগদ্ধাত্রী যে ‘জ্যাস’ অবতার নিতে পারে সেটা কিন্তু কেউ জানে না। কিন্তু সিরিয়াল শুরু হতেই একঘেয়ে কাহিনী বলে মনে হয়েছে দর্শকদের একাংশের।

প্রথম দিনে সিরিয়াল দেখেই নেটিজেনদের অনেকে হতাশ হয়ে গিয়েছেন। চ্যানেলের প্রোমো ভিডিওর পোস্টে অনেকেই নিজেদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। কারোর মতে, ‘আর ২ ৩ সপ্তাহ পরেই সিঁদুর উড়ে মাথায় ধুম তানা না না পর্বে, বিয়ে হবে তারপর আসল খেলা শুরু। এখন ট্রেলারই চলবে’। তো কেউ আবার কটাক্ষ করে বলেছেন, ‘সব একই ধরণের সিরিয়াল। মেয়ের বিশেষ একটা ট্যালেন্ট আছে তারপর সংসারের কূটকচালি’।

viewers troll jagadhatri serial on first day

এখানেই শেষ নয় এক নেটিজেন লিখেছেন, ‘বাইরে যে মেয়ে গুন্ডা পেটাচ্ছে সে নিজের বাড়িতেই অত্যাচারিত’। এছাড়াও অনেকের মতে নতুন সিরিয়ালের তুলনায় এই স্লটের আগের সিরিয়াল অর্থ ‘উমা’ই ভালো ছিল। বিগত ২৮শে অগাস্ট শেষ হয়েছে উমা, তার পরিবর্তে এসেছে জগদ্ধাত্রী। তবে শুরুতে কিছুটা অপছন্দের হলেও বলা যায় না হয়তো এই সিরিয়ালই আগামী দিনে দর্শকদের মন জিতে নেবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥