• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সেই একই গল্প, এক বরকে নিয়ে টানাটানি দুই বউয়ের! ‘গুড্ডি’ সিরিয়াল নিয়ে লীনা গাঙ্গুলিকে এক হাত নিল দর্শকরা

Published on:

viewers complain about Guddi Serial track two wife fighting for single husband

দর্শকদের বিনোদনের জন্য বিভিন্ন চ্যানেলে একাধিক সিরিয়াল (Bengali Serial) সম্প্রসারিত হয়। এমনই বেশ জনপ্রিয় কিছু সিরিয়াল হল ষ্টার জলসার (Star Jalsha) ধূলোকণা, গুড্ডি (Guddi) থেকে এক্কা দোক্কা এই গুলি। আর এই তিন সিরিয়ালেরই চিত্রনাট্য লেখিকা হলেন লীনা গাঙ্গুলি (Leena Ganguly)। বিগত কয়েক দশক ধরেই তাঁর লেখা সিরিয়াল দেখে আসছে দর্শকরা। তবে সিরিয়ালের দৌলতে প্রশংসার পাশাপাশি সমালোচনা থেকে কটাক্ষও মিলেছে প্রচুর।

কখনো সিরিয়ালের সাথে একেবারে একাত্ম্য হয়ে পড়েন দর্শকেরা। তারপরেই মেলে ভূয়সী প্রশংসা। তেমনি আবার আজগুবি কাহিনী থেকে উদ্ভট সমস্ত প্লট টুইস্টের জেরে নেটিজেনদের থেকে জুটেছে তীব্র কটাক্ষ ও সমালোচনা। লেখিকার বিরুদ্ধে বরাবরই দর্শকদের অভিযোগ লীনা গাঙ্গুলির গল্পে নায়িকা ছাড়াও নায়কের একাধিক সম্পর্ক থাকবেই! এবার এমনই অভিযোগ নিয়ে ‘গুড্ডি’ সিরিয়ালের বিরুদ্ধে সরব নেটিজেনরা।

Leena Ganguly,Guddi Serial,Guddi Serial Twist,Guddi new promo,বাংলা সিরিয়াল,গুড্ডি,লীনা গাঙ্গুলী

গুড্ডি সিরিয়ালে মূল চরিত্রে রয়েছেন শ্যামৌপ্তি মুদলি, রণজয় বিষ্ণু, সোহিনী সরকা। এছাড়াও বিশ্বাবসু বিশ্বাস, লাভলী মৈত্র শংকর চক্রবর্তী, তথাগত মুখোপাধ্যায় এদের মত শিল্পীরাও রয়েছে সিরিয়ালে। কিন্তু মুশকিল হল কাস্টিং দুর্দান্ত হলেও সিরিয়ালের গল্পে আবারও পরকীয়ার ট্র্যাক ঢুকতে শুরু করছে! আর টিআরপি বাড়াতে নায়কের বিয়ের প্লট দেখেও একপ্রকার বিরক্ত দর্শকেরা।

গুড্ডি সিরিয়ালের শুরুতে দেখানো হয়েছিল স্কুলের একটি মেয়েকে দিয়ে। যে কি না স্যারজি অর্থাৎ নায়ককে দেখে একদিন পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু হটাৎ করেই দুজনের বিয়ে হয়ে গেল আর তারপর থেকেই কেমন যে খেয়ে হারালো গল্প। বিয়ের পর থেকে একেঅপরের চোখের বিষ হয়ে গিয়েছে গুড্ডি ও অনুজ। এরপর দুজনের বিয়ে ভেঙে আর তারপরেই দ্বিতীয় বিয়ে করে অনুজ।

Leena Ganguly,Guddi Serial,Guddi Serial Twist,Guddi new promo,বাংলা সিরিয়াল,গুড্ডি,লীনা গাঙ্গুলী

এদিকে দ্বিতীয় বিয়ের পর আবার গুড্ডিকে ছাড়ার জন্য অনুশোচনায় ভুগতে শুরু করেছে অনুজ! গুড্ডিকে বিয়ের পর শিরিনের জন্য মন খারাপ ছিল, এখন শিরিনকে বিয়ে করে গুড্ডির জন্য মন খারাপ। এ আবার কেমন নায়ক! গল্পের নায়কের এমন চরিত্র নিয়ে এবার প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন দর্শকেরা। তাদের দাবি, একটা বরকে নিয়ে দুই বউয়ের টানাটানির মাঝে লেখিকা হয়তো আসল গল্পটাই ভুলে গিয়েছেন।

লীনা গাঙ্গুলিকে কটাক্ষ করে তাই নেটিজেনদের মন্তব্য, ‘আইপিএস অফিসারের গল্প না দেখিয়ে এক বরকে বিয়ে দুই বউয়ের টানাটানি দেখিয়ে চলেছেন লীনা পিসি’। এসব না দেখিয়ে মূল কাহিনীতে ফিরে যাতে গুড্ডির আইপিএস অফিসার হওয়ার কাহিনী দেখানো হয় সেটারই অনুরোধ করেছেন দর্শকদের অনেকেই চ্যানেলের কাছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥