‘দেশের মাটি (Desher Mati)’ এই সিরিয়ালটির নামটাই যথেষ্ট পরিচয়ের জন্য। বাংলা বিনোদনের জগতে যে সিরিয়ালগুলো এই মুহূর্তে চালু রয়েছে তার মধ্যে অন্যতম হয়ে উঠেছে দেশের মাটি সিরিয়ালটি। কারণ বাকি সিরিয়ালের মত সাংসারিক কূটকচালি ছেড়ে এক অনন্য কাহিনী দেখানো হচ্ছে সিরিয়ালে। সিরিয়ালের নোয়া-কিয়ান প্রথান জুটি ছাড়াও রাজা-মাম্পি (Raja Mampi) জুটি দর্শকদের মন কেড়ে নিয়েছে। অথচ রাজা-মাম্পি জুটির সাথে বারবার অন্যায় হয়েই চলেছে।
সম্প্রতি সিরিয়ালের কাহিনীতে বড়সড় মোড় বদল হয়েছে। সিরিয়ালে মাম্পিকে খারাপ চরিত্রে দেখানোর চেষ্টা হতেই ক্ষোভ প্রকাশ করেছিল দর্শকেরা। কিন্তু এবার রাজা-মাম্পির জুটিটাই ভেঙে দিতে চাইছে সিরিয়ালের লেখিকা। রাজা আর মাম্পির মাঝে তৃতীয় চরিত্রের এন্ট্রি হয়েছে। একপ্রকার বলা চলে দুজনের প্রেমের শত্রু হিসাবেই হাজির হয়েছে কৃপা বসুর। কৃপার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মোনালিসা পালকে।
রাজা নাকি তাকে বিয়ে করবে বলে ধর্ষণ করেছে। এই অভিযোগ নিয়েই রাজা-মাম্পির প্রেমের সম্পর্ক তছনছ করে দিতে এসেছে কৃপা। কৃপার মতে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সর্বনাশ করে রাজা এখন মাম্পির সাথে প্রেম করছে। এই মর্মে সিরিয়ালের একটি নতুন প্রোমো রিলিজ করা হয়েছে ষ্টার জলসার অফিসিয়াল পেজে।
প্রোমোতে দেখা যাচ্ছে দাদাই রাজাকে বলছে যে এই মেয়েটিকেই তোমায় বিয়ে করে যোগ্য সন্মান দিতে হবে। বিয়ে করে এই কথা শুনে রাজা বলে উঠেছে দাদাই তুমি আমাকে প্রথমবার অবিশ্বাস করলে! অবশ্য রাজার পাশে দাঁড়িয়েছে নোয়া আর কিয়ান। কিন্তু সিরিয়ালের এই নতুন মোড়ে মোটেও খুশি নয় দর্শক তথা রাজা-মাম্পি অনুরাগীরা।
পাশাপাশি আরো একটি প্রশ্ন দর্শকদের মনে দানা বাঁধতে শুরু করেছে। তবে কি কৃপাকেই বিয়ে করবে রাজা? যেখানে রাজা-মাম্পির কেমিস্ট্রি এতটা সুন্দর সেখানে কি করে এভাবে সিরিয়ালের নির্মাতারা এত সুন্দর একটা প্রেম কাহিনীকে নষ্ট করে দিচ্ছে! প্রোমো দেখেই রীতিমত ক্ষোভে ফুঁসে উঠেছেন দর্শকেরা।