• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঠাকুরের সিরিয়ালেও গাঁজাখুরি! ‘গৌরী এলো’ বন্ধের দাবি সরব ক্ষুদ্ধ দর্শকেরা

Published on:

Viewers angry on Zee Bangla Gouri Elo track

একঘেয়ে বাংলা সিরিয়ালের (Bengali Serial) ভীড়ে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত একটি ভক্তিমূলক সিরিয়াল হল ‘গৌরী এলো’ (Gouri Elo)। নিয়মিত দর্শকরা তো এতদিনে নিশ্চই জানেন এই ধারাবাহিকের নায়ক নায়িকা ইশান-গৌরী  (Ishan-Gouri) দুজনেই আসলে ঈশ্বরের অংশ। যদিও কিছুদিন আগেই দেখা গিয়েছে শৈলমায়ের চক্রান্তে পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল ইশান।

যদিও এরই মাঝে দেখা গিয়েছে ডাক্তারি ছেড়ে ইশান এখন সন্ন্যাসীবাবা হয়েই ঘুরে বেড়াচ্ছে। ইতিমধ্যেই ধারাবাহিকে সাধুর বেশে দেখা মিলেছে তাঁর। অন্যদিকে ইশানকে হারানোর পর শোক কাটিয়ে ঘোষাল বাড়ির সদস্যরা  যখন গৌরীর সন্তান আসার আনন্দে মশগুল ঠিক তখনই গৌরিকে ফাঁসাতে নতুন করে ফন্দি এঁটেছে শৈলমা।

Gouri Elo Gouri Ishaan Shailo Ma New Track

এই কারণে বাড়িতে এক ভন্ড মহাজনকে এনে শৈলমা জোর করে প্রমাণ করার চেষ্টা করছে গৌরীর গর্ভে থাকা সন্তান ইশানের নয় ওই মহাজনের। আর শৈলমায়ের সাজানো সব প্রমাণ দেখে বাড়ির লোকরা আবারও ভুল বুঝতে শুরু করে গৌরীকে। বিশেষ করে ইশানের মা গৌরীকে ভুল বুঝে গৌরীর শ্রাদ্ধ পর্যন্ত করতে চেয়েছিলেন। অন্যদিকে গৌরী তাঁর মা অর্থাৎ স্বয়ং ঘোমটা কালির দেখানো পথ অনুসরণ করেই  ভন্ড মহাজনের মুখোশ খুলতে উঠে পড়ে লেগেছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলার জি বাংলা,Zee Bangla,গৌরী এলো,Gouri Elo,গৌরী,Gouri,যোগিনী,Yogini,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

তারই জন্য এবার মহাজনের হাটে হাঁড়ি ভাঙার পরিকল্পনা করছে গৌরী। এরই মধ্যে এবার প্রকাশ্যে এলো গৌরীর যোগিনী রূপের বেশ কিছু ছবি। আজই সোশ্যাল মিডিয়ায় জি বাংলার অফিসিয়াল পেজ থেকে বেশ কিছু ছবি শেয়ার করা হয়েছে।  সেখানে দেখা যাচ্ছে ‘পাপের নাশ করতে যোগিনী বেশ ধারণ করা গৌরী’। সেখানেই কমেন্ট সেকশনে বয়ে গিয়েছে কমেন্টের বন্যা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলার জি বাংলা,Zee Bangla,গৌরী এলো,Gouri Elo,গৌরী,Gouri,যোগিনী,Yogini,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

তবে বেশিরভাগই গৌরীর এই অদ্ভুত যৌগিনীরূপের রূপের সাজ দেখে শুরু করেছে দেদার ট্রোলিং। ঠাকুর দেবতার সিরিয়ালে এই ধরনের গাঁজাখুরি গল্প দেখানোয় ভীষণ বিরক্ত দর্শকরা। গৌরীকে ট্রোল করে কেউ লিখেছেন ‘এটা যোগিনী না সার্কাসের জোকার’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলার জি বাংলা,Zee Bangla,গৌরী এলো,Gouri Elo,গৌরী,Gouri,যোগিনী,Yogini,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

আবার কারও মন্তব্য ‘এই ফ্যামিলিতে সবাই নিজেকে ভগবান মনে করে। আর যারা এসব সিরিয়াল দেখে সবার মাথা খারাপ, বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে’। তো কারো দাবি ‘এই সিরিয়াল বন্ধ করলে খুব খুশি হতাম। বাড়ির প্রত্যেকটা লোক বলে এটা কেন বন্ধ হয় না, এর পরিবর্তে অন্য কিছু দিক’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥