• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাহুলের জন্যই ফ্লপ হবে লালকুঠি! ‘ঘুমের ঘোরে অভিনয়’ দেখে শুরুতেই তীব্র কটাক্ষ দর্শকদের

বিগত ২রা মে জি বাংলার পর্দায় শুরু হয়েছে  নতুন সিরিয়াল ‘লালকুঠি’ (Lalkuthi)। এই সিরিয়ালের হাত ধরেই পর্দায় ফিরেছে রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee) ও রুকমা রায় (Rooqma Ray) জুটি । এর আগে দেশের মাটি সিরিয়ালে ‘রাজা-মাম্পি’ চরিত্রে দুজনের অভিনয় মন করেছিল দর্শকদের। তবে সিরিয়াল শেষ হওয়ার পর থেকেই মন খারাপ ছিল রাম্পি ফ্যানদের। সকলেই অপেক্ষাই ছিল কবে আবারও প্রিয় জুটিকে একসাথে দেখা যাবে, সেই ইচ্ছাই পূরণ হয়ে গেল ‘লালকুঠি’ এর দৌলতে।

‘লালকুঠি’ সিরিয়ালের প্রথম প্রমো সামনে আসার পর থেকেই আশার আলো জেগেছিল রাম্পি ফ্যানদের মনে। যদিও শুরুতে শুধুমাত্র রুকমাকে দেখা গিয়েছিল। তবে ভক্তরা একপ্রকার নিশ্চিত ছিলেন জুটি হলে রাহুলের সাথেই হবে। আর হলও ঠিক তাই। পরবর্তীকালে জানা যায় সিরিয়ালে রাহুলের বিপরীতে দেখা যাবে রুকমাকে। এটা জানতে পেরেই উচ্ছসিত হয়েপড়েছিল সকলে।

   

Lalkuthi,Rahul Arunodoy Banerjee,Rooqma Ray,Zee Bangla,Rahul Banerjee trolled,লালকুঠি,রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়,রুকমা রায়,দর্শকদের কটাক্ষের শিকার রাহুল,বিক্রম,লালকুঠি বিক্রম,সিরিয়ালের খবর,Serial News

আর পাঁচটা একঘেয়ে সাংসারিক কূটকচালি আর প্রেম থেকে একেবারে হটকে অন্য রকম কাহিনী নিয়ে তৈরী ‘লালকুঠি’। মূলত ভৌতিক ও রহস্যে মোড়া গল্প দেখানো হবে সিরিয়ালে। ২রা মে শুরু হওয়ার পর থেকে দর্শকরা তাই অধীর আগ্রহে দেখেছেন সেরিয়ালটিকে। কিন্তু মুশকিল হল সিরিয়াল দেখার পর রাহুল বন্ধ্যোপাধ্যায়ের অভিনয় নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

আজকাল সোশ্যাল মিডিয়াতে প্রিয় সিরিয়াল থেকে তাদের অভিনয় নিয়ে মাঝে মধ্যেই তুমুল আলোচনা দেখা যায়। তেমনি  দর্শকদের একটা বড় অংশ সিরিয়ালে রাহুলের অভিনয় দেখে একপ্রকার অসন্তুষ্ট হয়েছেন ও আপত্তি প্রকাশ করেছেন। নেটিজেনদের মতে রাহুলকে মুখ্য চরিত্রে একেবারেই বেমানান লাগছে। যদিও অভিনেত্রী রুকমার অভিনয় ভালো লাগছে বলেই মত দর্শকদের।

এক নেটিজেনদের মতে, ‘দেশের মাটিতে যেমন প্রাণবন্ত অভিনয়ছিল সেটা এখানে দেখা যাচ্ছে না। নায়ক মনে হচ্ছে ঝিমিয়ে রয়েছে।’ তো আরেকজনের মতে, ‘রাহুলের জন্যই ফ্লপ হবে লালকুঠি।’ এখানেই শেষ হয় কেউ কেউ আবার সিরিয়ালের নায়ক বদলের জন্যও দাবি জানিয়েছেন।

Lalkuthi,Rahul Arunodoy Banerjee,Rooqma Ray,Zee Bangla,Rahul Banerjee trolled,লালকুঠি,রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়,রুকমা রায়,দর্শকদের কটাক্ষের শিকার রাহুল,বিক্রম,লালকুঠি বিক্রম,সিরিয়ালের খবর,Serial News

কিছু দর্শকের মতে, রাহুলের অভিনয় দেখা মনে হচ্ছে তাকে দিয়ে যেন জোর করে অভিনয় করানো হচ্ছে। যদিও সিরিয়ালের কাহিনী অনুযায়ী রাহুল তথা বিক্রম চরিত্রের মধ্যে অনেক চাপা কষ্ট লুকিয়ে রয়েছে। তাই একপ্রকার খিটখিটে স্বভাবের দেখানো হচ্ছে তাকে। তাই অভিনয় ঠিকই আছে, বরং স্বাভাবিক বলেই মনে হচ্ছে।

site