• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমাদেরও একটু দেখতে দিন! রণবীরের নগ্ন ফটোশ্যুট নিয়ে মন্তব্য ‘ডার্টি পিকচার’ খ্যাত বিদ্যা বালনের

বলিউডের নামী অভিনেতা রণবীর সিংয়ের (Ranveer Singh) নগ্ন ফটোশ্যুট নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামতে চাইছে না। সম্প্রতি ‘পেপার’ ম্যাগাজিনের হয়ে অভিনেতা নগ্ন ফটোশ্যুট (Nude photoshoot) করার পর থেকেই তা নিয়ে সামাজিক মাধ্যম জুড়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। ক্যামেরার সামনে উলঙ্গ হয়ে পোজ দেওয়ায় কেউ কেউ যেমন বড় পর্দার খিলজিকে সমর্থন করেছেন, আবার অনেকে তাঁকে কটু কোথাও বলেছেন।

তবে শুধুমাত্র সামাজিক মাধ্যমেই চর্চা নয়, আইনি জটিলতাতেও জড়িয়েছেন রণবীর। এসব নিয়ে রোজই কিছু না কিছু সংবাদ সামনে আসছে। তবে বাইরে যত ঝড় বয়ে যাক না কেন, ইন্ডাস্ট্রির অনেকেই রণবীরকে তাঁর এই ফটোশ্যুটের জন্য কুর্নিশ জানিয়েছেন।

   

Ranveer Singh nude photoshoot

রণবীরের পাশে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির একাধিক নামী তারকা। সেই তালিকায় নাম রয়েছে আলিয়া ভাট, স্বরা ভাস্কর, রামগোপাল ভার্মা, বিজয় অগ্নিহোত্রী, আদিত্য রায় কাপুরদের মতো ব্যক্তিত্বদের। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বলিপাড়ার নামী অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan)।

বৃহস্পতিবার ‘পরিণীতা’, ‘দ্য ডার্টি পিকচার’ খ্যাত বিদ্যা মারাঠি সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই তাঁকে রণবীরের নগ্ন ফটোশ্যুট প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়ে। অভিনেতার ছবিগুলি দেখে তাঁর কী মতামত রয়েছে তা জানতে চাওয়া হয়।

Vidya Balan

যা শুনে বিদ্যা বলেন, ‘সমস্যা কোথায় রয়েছে? এই প্রথমবার কোনও পুরুষ এমন করলেন। আমাদেরও এবার একটু দেখতে দিন না!’ এরপর অভিনেত্রীকে রণবীরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়। যা শুনে তিনি বলেন, ‘মনে হয়, তাঁদের কাছে খুব বেশি কাজ নেই। সেই কারণেই এই বিষয়টিকে এতটা সময় দিচ্ছে। আপনাদের যদি ভালো না লাগে তাহলে কাগজ বন্ধ করে রেখে দিন কিংবা ফেলে দিন। মামলার জটিলতায় কেন যাচ্ছেন!’

বড় পর্দার কপিল দেবের নগ্ন ফটোশ্যুটের পর তাঁর বির‍্যদ্ধে মুম্বই পুলিশের কাছে দু’টি অভিযোগ জমা পড়েছে। একজন মহিলা আইনজীবী এবং একটি এনজিও তাঁর বিরুদ্ধে মামলা করেছে। মুম্বইয়ের চেম্বর থানায় দায়ের হয়েছে অভিযোগ। এরপর বৃহস্পতিবার, অর্থাৎ গতকাল বিহারের মুজাফফরপুরে একটি স্থানীয় থানায় একজন সমাজকর্মী রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।