• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এভাবেও দেওয়া যায় প্রেমের প্রস্তাব! প্রেমিকের কান্ড দেখে হতবাক নেটদুনিয়া, তুমুল ভাইরাল ভিডিও

Updated on:

ইন্টারনেটে লক্ষ লক্ষ লোকের ভিড়ে রোজই ভাইরাল হয় শত শত ভিডিও। কিন্তু তাদের মধ্যে কিছু ভিডিও মনে দাগ কেটে যায়, তো কিছু চিন্তাশক্তিকে সত্যিই চিন্তায় ফেলেদেয়। হাসি মজার ভিডিও তো আছেই, থাকে কত লোকের কতরকম কাণ্ডকারখানার ভিডিও। এবার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটা দেখলে হয়তো আপনার চোখ কপালে উঠতে পারে।

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে একব্যক্তি কোনো এক রাস্তা দিয়ে যাবার সময় কিছু আর্মির লোকেরা এক গাড়িকে আটক করে। আটক করা গাড়ি থেকে এক যুবক ও এক যুবতীকে গাড়ির সামনে শুইয়ে চেপে ধরে রাখা হয় একেবারে গান পয়েন্টে। ব্যক্তিটি নেহাত উৎসুকতার বশে ঘটনাটি কে হচ্ছে দেখার জন্য এগিয়ে যায়, সাথে ব্যক্তি পুরো ব্যাপারটার ভিডিও তুলতে থাকে। ব্যক্তিটি যখন সামনের দিকে এগিয়ে ব্যাপারটা আসলে কি বোঝার  চেষ্টা করছেন, তখন এমন একটি ঘটনা ঘটল যা হয়তো ব্যক্তি স্বপ্নেও ভাবতে পারেননি।

ভিডিওটিতে আসলে যে গাড়িটিকে আর্মির লোকেরা আটক করেছিল, সেই গাড়ির ওই যুবক যুবতীটি আসলে প্রেমিক প্রেমিকা। যুবকটি তার প্রেমিকাকে এক অভিনব উপায়ে প্রেম নিবেদন করছে। হ্যা ঠিকই শুনেছেন, ভিডিওতে যুবক আসলে তার প্রেমিকাকে প্রেম নিবেদন করছে। কত পাগল প্রেমিকই না আছে যারা প্রেমিকাকে শ্রেষ্ঠ উপায়ে প্রেমনিবেদন করতে চায়, টেবিল এভাবে প্রেম নিবেদন শুনেছেন কখনো?

আসলে যুবকটি কিছু বন্ধুদের বা হয়তো ভাড়া করে কিছু লোককে আর্মির মত পোশাকে সাজিয়ে এনেছে যারা তাদের রাস্তায় যাবার সময় আটক করে। তারপর তাদের গাড়ির সামনে চেপে ধরে মেয়েটি ভাবে হয়তো ছেলেটি কোনো খারাপ কাজের সাথে জড়িত যার জন্য আর্মির লোকেরা তাদের এই ভাবে ধরেছে। কিন্তু সেই ভুল ভেঙে যায়  যখন আর্মির পোশাকের একজন ছেলেটিকে তার ব্যাগ দেয়, ও ছেলেটি ব্যাগের থেকে একটি  আংটি বের করে হাটু গেড়ে মেয়েটিকে প্রেম নিবেদন করে।

https://www.facebook.com/judy.erasmus.73/videos/2308544552555863

অভিনব এই উপায়ে হতবাক যুবকের প্রেমিকা থেকে শুরু করে নেটিজনরাও। সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি পোস্ট হওয়া মাত্রই ভিডিওটি ভাইরাল হয়ে পড়েছে। ইতিমধ্যেই ৪৭হাজার বার দেখা হয়েছে ভিডিওটি সাথে প্রায় ২০ হাজার দর্শক শেয়ার করেছেন এই ভিডিওটি। সত্যিই তো এভাবেও যে প্রেম নিবেদন করা যেতে পারে তা আপনিকি জানতেন!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥