• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন ভিক্টর ব্যানার্জী, বিপরীতে থাকবেন ঋতুপর্ণা, প্রকাশ্যে ছবির পোস্টার

Published on:

Victor Banerjee comeback in tollywood with Akorik Movie Release Date

একসময় সেরা টলিউড অভিনেতাদের মধ্যে অন্যতম ছিলেন ভিক্টর ব্যানার্জি (Victor Banerjee)। সিনেমা হলে তাঁর ছবি মানেই উপচে পড়ত ভিড়। প্রতিদান, আক্রোশ, দাদা ঠাকুর, দুই পৃথিবী’র মত একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছিলেন অভিনেতা। কয়েক দশক পেরিয়ে আজও এই ছবি দর্শকদের মনে গেঁথে রয়ে গিয়েছে। তবে অভিনেতাকে দীর্ঘদিন যাবৎ দেখা যায়নি, মাঝে তাঁর ভুয়ো মৃত্যুর খবরও রটে গিয়েছিল। তবে এবার আবারও পর্দায় দেখা যাবে ভিক্টর ব্যানার্জীকে।

তথাগত ভট্টাচার্য্যর পরিচালনায় ও ‘আইসবার্গ ক্রিয়েশনস্‌’ এর প্রযোজনায় আসছে নতুন ছবি ‘আকরিক’ (Akorik)। এই ছবিতেই আবারও দেখা যাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ‘অ্যাংরি ইয়ং ম্যান’ ভিক্টর ব্যানার্জীকে। ছবিতে দুই প্রজন্মের কাহিনীকে এক অন্য ধাঁচে তুলে ধরা হবে বলেই জানা যাচ্ছে। আর ভিক্টর ব্যানার্জীর পাশাপাশি টলিউডের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকেও (Rituparna Sengupta) দেখা যাবে এই ছবিতে।

Victor Banerjee,Rituparna Sengupta,Akorik,Tathagata Bhattacharya,ভিক্টর ব্যানার্জী,ঋতুপর্ণা সেনগুপ্ত,আকরিক,তথাগত ভট্টাচার্য,Victor Banerjee Comeback,Bengali Film Industry

যেমনটা জানা যাচ্ছে, ৭৫ বছরের এক বৃদ্ধের সাথে ছোট্ট ১০ বছরের শিশুর বন্ধুত্বের কাহিনী ‘আকরিক’। যৌথ পরিবারের এক একা মায়ের সন্তানের সাথে একটা সম্পর্ক তৈরী হওয়ার কাহিনী এই ছবিটি। বয়সের বিরাট ব্যবধান থেকে ভিন্ন পরিস্থিতি থাকলেও দুজনের মধ্যে এক বিশেষ সম্পর্ক গড়ে উঠবে। বৃদ্ধের চরিত্রেই অভিনয় করবেন অভিনেতা।

ভিক্টর ব্যানার্জীর মতে, আকরিক এমন একটা ছবি যেটা আমাদের বাস্তব জীবনটাকে ছবির মত দর্শকদের সামনে তুলে ধরবে। আমরা আমাদের জীবনের প্রতিটা দিন অবিশ্বাস, অবহেলা নিয়ে ধাক্কা খাই। সেই সমস্ত বাস্তব ঘটনাগুলিকে পরিচালক পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছেন এই ছবির মধ্যে দিয়ে।

Akorik Movie Victor Banerjee RItuparna Sentupta

ছবি প্রসঙ্গে ঋতুপর্ণা জানান, সিঙ্গেল মায়ের চরিত্রে দেখা যাবে তাকে। শুরুতে ছবির চরিত্র নিয়ে কিছুটা দ্বিধাবিভক্ত ছিলেন। কিন্তু এমন একটা অসাধারণ চিত্রনাট্যকে না বলা যায় না তাই রাজি হয়ে গেলাম। আকরিক এর কাহিনী আসলে ক্রমশ লুপ্ত হতে থাকা বাঙালির যৌথ পরিবার আর নতুন যুগের সিঙ্গেল প্যারেন্টিং এর মেলবন্ধন।

আগামী ২৬শে অগাস্ট পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবিটি। দীর্ঘদিন পর ভিক্টর ব্যানার্জীর পর্দায় ফেরা সাথে ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবির মুক্তির জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। Victor Banerjee,Rituparna Sengupta,Akorik,Tathagata Bhattacharya,ভিক্টর ব্যানার্জী,ঋতুপর্ণা সেনগুপ্ত,আকরিক,তথাগত ভট্টাচার্য,Victor Banerjee Comeback,Bengali Film Industry

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥