• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে সম্মানিত ভিক্টর ব্যানার্জী, পরিচালকের বাড়িতেই দেওয়া হল পুরস্কার

Published on:

Satyajit Ray,সত্যজিৎ রায়,Victor Banerjee,ভিক্টর ব্যানার্জী,Sandeep Ray,সন্দ্বীপ রায়,বিশেষ সম্মান,Lifetime achievement award,জীবনকৃতি সম্মান,Satyajit Ray Centenaey,সত্যজিৎ রায় জন্ম শতবার্ষিকী

বিগত দুবছরেরও বেশী সময় ধরে দেশব্যাপী বেড়েই চলেছে করোনা (Corona) সংক্রমণ। যার কবল থেকে রেহাই মেলেনি বিনোদন জগতের একাধিক অভিনেতা অভিনেত্রীদেরও। বাংলা ইন্ডাস্ট্রির এমনই একজন বর্ষীয়ান অভিনেতা হলেন ভিক্টর ব্যানার্জী (Victor Banerjee)। বিগত বেশ কয়েক দশক ধরে তার অভিনয় সমৃদ্ধ করে চলেছে গোটা বাংলা ইন্ডাস্ট্রিকে।

কিছুদিন আগেই পরপর দু’বার মারণ ভাইরাস করোনার পাশাপাশি ডেঙ্গু (Dengue) থাবা বসিয়েছিল তার শরীরে। বিগত ১৩ই ফেব্রুয়ারি জানা যায় প্রবীণ অভিনেতা ভিক্টরবাবু করোনা আক্রান্ত হয়েছেন। করোনার ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন তিনি। যেমনটা জানা যাচ্ছে করোনার পাশাপাশি ডেঙ্গু ধরা পড়েছে প্রবীণ অভিনেতার শরীরে।

Satyajit Ray,সত্যজিৎ রায়,Victor Banerjee,ভিক্টর ব্যানার্জী,Sandeep Ray,সন্দ্বীপ রায়,বিশেষ সম্মান,Lifetime achievement award,জীবনকৃতি সম্মান,Satyajit Ray Centenaey,সত্যজিৎ রায় জন্ম শতবার্ষিকী

তবে এখন সব যুদ্ধ জয় করে এখন পুনরায় সুস্থ হয়ে উঠেছেন আমাদের সকলের প্রিয় ভিক্টর বন্দ্যোপাধ্যায়। একটু সুস্থ হতেই গতকাল অর্থাৎ সোমবার এই বর্ষীয়ান অভিনেতা হাজির হয়েছিলেন সত্যজিৎ রায়ের (Satyajit Roy) বিশপ লেফ্রয় রোডের বাড়িতে। প্রসঙ্গত বাংলার কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় এবং তার পরিবারের সাথে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক দীর্ঘদিনের।

Satyajit Ray,সত্যজিৎ রায়,Victor Banerjee,ভিক্টর ব্যানার্জী,Sandeep Ray,সন্দ্বীপ রায়,বিশেষ সম্মান,Lifetime achievement award,জীবনকৃতি সম্মান,Satyajit Ray Centenaey,সত্যজিৎ রায় জন্ম শতবার্ষিকী

পরিচালকের কালজয়ী তিন তিনটি সিনেমা ‘শতরঞ্জ কি খিলাড়ি’, ‘পিকু’, এবং ‘ঘরে বাইরে’-তে অভিনয় করেছিলেন বর্ষীয়ান অভিনেতা। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ‘ঘরে বাইরে’ অবলম্বনে তৈরি সিনেমায় নিখিলেশের (Nikhilesh) ভূমিকায় ভিক্টর ব্যানার্জীর অভিনয় আজও গেঁথে রয়েছে বাঙালি দর্শকদের মনে। আর সামনেই রয়েছে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী।

Satyajit Ray,সত্যজিৎ রায়,Victor Banerjee,ভিক্টর ব্যানার্জী,Sandeep Ray,সন্দ্বীপ রায়,বিশেষ সম্মান,Lifetime achievement award,জীবনকৃতি সম্মান,Satyajit Ray Centenaey,সত্যজিৎ রায় জন্ম শতবার্ষিকী

সেই উপলক্ষেই এদিন সত্যজিৎ রায়ের পছন্দের এই বর্ষীয়ান অভিনেতাকে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর তরফে তুলে দেওয়া হয় সত্যজিৎ রায়ের নামাঙ্কিত জীবনকৃতি সম্মান। অস্কারজয়ী পরিচালক তাঁর বাড়ির যে ঘরে বসে কাজ করতেন, সেই ঘরেই এই সম্মান প্রদান অনুষ্ঠানটি সারা হয়। আসলে, ভিক্টর বন্দ্যোপাধ্যায় নিজেই অনুরোধ জানিয়েছিলেন যে সত্যজিৎ রায়ের বাড়িতেই যেন তাঁকে সম্মানিত করা হয়। সেই অনুরোধ মেনেই এদিন সত্যজিৎ পুত্র সন্দীপ রায় তার হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥