• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাত্র ১২ সেকেন্ডের টিজারেই বাজিমাত, ইন্ডিয়ান আর্মির কাহিনীতেই বক্স অফিস কাঁপাবেন ভিকি কৌশল

Published on:

Vicky Kaushal shared Sam Manekshaw’s biopic Sam Bahadur teaser, announces release date

বলিউডের (Bollywood) অন্যতম ভার্সেটাইল অভিনেতা হলেন ভিকি কৌশল (Vicky Kaushal)। নিজের কেরিয়ারের ভিন্ন ভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন তিনি। সেই সঙ্গেই মুগ্ধ করেছেন দর্শকদের। আরও একবার নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় কর‍তে এসে গিয়েছেন ‘মনমর্জিয়া’ অভিনেতা। এবার ভিকি হাজির হয়েছেন ফিল্ড মার্শাল স্যাম মানেকশ (Sam Manekshaw) রূপে।

চলতি সপ্তাহের বুধবারই ‘স্যাম বাহাদুর’এর (Sam Bahadur) কলকাতা শিডিউল শেষ করেছেন ভিকি। আর আজই ছবির টিজার প্রকাশ করলেন অভিনেতা। সেই সঙ্গেই ঘোষণা করলেন মুক্তির তারিখও। ‘রাজি’, ‘উরি’র পর আরও একবার ‘স্যাম বাহাদুর’এ খাকি উর্দি পরে হাজির হয়েছেন ভিকি। আর তা দেখেই মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা।

Vicky Kaushal, Vicky Kaushal in Uri

গত কয়েকদিন ধরে ব্যারাকপুরের সেনা ছাউনি এবং ফোর্ট উইলিয়ামে কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যে শ্যুটিং করেছেন ভিকি। ব্যারাকপুরে আর্মির বেস ক্যাপে বাংলোয় মেঘনা গুলজার পরিচালিত ‘স্যাম বাহাদুর’এর শ্যুটিং সেট তৈরি করা হয়েছিল। কলকাতা শিডিউল শেষ করার পর এবার সম্পূর্ণ টিম উটিতে গিয়ে পরবর্তী শিডিউল শুরু করবে। তার আগেই দর্শকদের সঙ্গে ছবির টিজার (Sam Bahadur teaser) ভাগ করে নিলেন ভিকি।

‘উরিঃ দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ খ্যাত অভিনেতার শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, সহকর্মীদের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন পর্দার স্যাম মানেকশ। টিজার ভিডিওয় ভিকির মুখ একটুও দেখা যায়নি। কিন্তু তাঁর স্রেফ কয়েক সেকেন্ডের হাঁটা দেখেই মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা। ভিকি এও জানিয়েছেন, আগামী বছর এই দিনে অর্থাৎ ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্যাম মানেকশ’।

Vicky Kaushal Sam Manekshaw, Sam Bahadur movie

জানিয়ে রাখি, ১৯৭১ সালে হওয়া ভারত-পাক যুদ্ধে চিফ অফ আর্মি স্টাফ ছিলেন স্যাম। তাঁর নেতৃত্বেই সেই যুদ্ধে জয় লাভ করেছিল ভারত। পাকিস্তানকে পরাজিত করার পর তৈরি হয়েছিল স্বাধীন বাংলাদেশ। সহকর্মীদের কাছে স্যাম মানেকশ পরিচিত ছিলেন ‘স্যাম বাহাদুর’ নামে। সেই নামেই তৈরি করা হয়েছে ছবিটি।

২০১৯ সালে স্যাম মানেকশর বায়োপিকের কথা ঘোষণা করেছিলেন মেঘনা গুলজার। কিন্তু করোনার জন্য ছবির কাজ পিছিয়ে যায়। এখন ফের শুরু হয়েছে সেই কাজ। এই ছবিতে ভিকি ছাড়াও অভিনয় করেছেন দুই ‘দঙ্গল গার্ল’ ফতিমা সানা শেখ এবং সান্যা মলহোত্রা। স্যামের স্ত্রী সিললুর চরিত্রে দেখা যাবে সান্যাকে। অপরদিকে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করবেন ফতিমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥