• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের এক বছর পেরোতেই ভাঙছে সংসার! ক্যাটরিনার সাথে ডিভোর্স নিয়ে মুখ খুললেন ভিকি কৌশল

বলিউডের (Bollywood) ‘পাওয়ার কাপল’দের মধ্যে একজন হলেন ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। স্বামী-স্ত্রী দু’জনেই ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকা। দু’জনেরই ডিম্যান্ড এখন তুঙ্গে। ২০২১ সালের ডিসেম্বর মাসে ধুমধাম করে সাত পাক ঘুরেছিলেন ‘ভিক্যাট’ জুটি। এরপর থেকে তাঁদের নিয়ে একাধিক গুঞ্জন সামনে এসেছে। কখনও সন্তান হওয়ার, কখনও আবার ডিভোর্সের। তবে এবার স্ত্রীকে ডিভোর্স (Divorce) দেওয়া নিয়ে মুখ খুললেন অভিনেতা নিজে।

ভিকি এবং ক্যাটরিনার প্রথম আলাপ ২০১৯ সালে। এক বছর আগে অবধিও তাঁরা একে অপরকে চিনতেন না। কিন্তু বলি অভিনেত্রীকে মনে মনে বেশ পছন্দ করতেন ‘উরি দ্য সার্জিজ্যাল স্ট্রাইক’ অভিনেতা। করণ জোহর সঞ্চালিত ‘কফি উইথ করণ’এ সেকথা বলার পরেই বদলে যায় সবকিছু। প্রায় দু’বছর প্রেম করার পর রাজকীয়ভাবে গাঁটছড়া বাঁধেন তাঁরা।

   

Katrina Kaif and Vicky Kaushal, Katrina Kaif and Vicky Kaushal divorce

তবে বিয়ের পর থেকে ক্যাটরিনাকে সেভাবে পর্দায় দেখা যায়নি। নিজেকে যেন খানিকটা গুটিয়ে দিয়েছেন বলি সুন্দরী। তবে ভিকি চুটিয়ে কাজ করে চলেছেন। সদ্য রিলিজ করেছে ভিকি এবং সারা আলি খানের আসন্ন সিনেমা ‘জারা হাটকে, জারা বাঁচকে’র ট্রেলার। সেই ছবির প্রচারে এসেই সাংবাদিকের তরফ থেকে ডিভোর্স সংক্রান্ত প্রশ্নের মুখে পড়েন অভিনেতা।

একজন সাংবাদিক ভিকিকে সরাসরি প্রশ্ন করেন, ক্যাটরিনার থেকে ভালো কোনও মেয়েকে যদি পান, তাহলে কি তিনি ক্যাটকে ছেড়ে সেই মেয়েকে বিয়ে করবেন? প্রশ্ন শুনেই প্রথমে হেসে ফেলেন ভিকি। ছবির প্রচারে এসে এমন প্রশ্ন শুনতে হবে তা হয়তো তিনি কল্পনা করেননি। তবে রাখঢাক না করেই সত্যিটা স্বীকার করে নেন অভিনেতা।

Katrina Kaif and Vicky Kaushal, Katrina Kaif and Vicky Kaushal divorce

ভিকি বলেন, ‘রাতে আমায় বাড়ি ফিরতে হবে তো নাকি! আমি তো এখন বেশ ছোট, একটু বড় হতে দিন’। যদিও পরে মজা বন্ধ করে অভিনেতা সাফ বলেন, ‘আমাদের সাত জন্মের সম্পর্ক’। অর্থাৎ হাজার গুণ ভালো মেয়ে পেলেও তিনি যে ক্যাটরিনাকে ছাড়বেন না তা স্পষ্ট করে দেন ভিকি।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালে ‘কফি উইথ করণ’এ গিয়ে প্রথম ভিকির কথা উল্লেখ করেছিলেন ক্যাটরিনা। করণ যখন সেকথা ভিকিকে বলেন, তিনি বেশ অবাক হয়ে গিয়েছিলেন। এরপর ২০১৯ সালে জোয়া আখতারের এক পার্টিতে আলাপ হয় দু’জনের। নেহাত পরিচিতি আস্তে আস্তে গড়ায় ভালোবাসায়। বিয়ের আগে অবধি নিজেদের সম্পর্ককে লুকিয়েই রেখেছিলেন ‘ভিক্যাট’ জুটি। তবে এখন প্রায়ই সমাজমাধ্যমের পাতায় ভালোবাসায় মোড়া পোস্ট শেয়ার করতে দেখা যায় দু’জনকে।

site