• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ক্যাটরিনা বাচ্চার বাবা হতে পারবেন না ভিকি! বিয়ের ৬ মাস যেতেই সামনে এল বিস্ফোরক সত্যি

প্রথম সারিতে থাকা বলিউডের হট অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন ক্যাটরিনা কাইফ(Katrina Kaif)। বিদেশী এই সুন্দরীর রূপের ছটায় ঘায়েল অসংখ্য তরুণ হৃদয়। দেশজুড়ে অসংখ্য ভক্তদের হৃদয়ে রয়েছে রাজত্ব। কিন্তু গত বছরের ডিসেম্বরে এমনই অসংখ্য পুরুষের মন ভেঙে নিজের ভালোবাসার মানুষ তথা বলিউডের অন্যতম হ্যান্ডসাম অভিনেতা ভিকি কৌশলের (Vicky Kaushal) সাথে রাজকীয় বিয়ে সেরেছেন ক্যাট সুন্দরী।

দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকার গত ডিসেম্বররেই চার হাত এক হয়েছে বলিউডের এই হট অ্যান্ড হ্যাপেনিং কাপলের। প্রসঙ্গত এখনও পর্যন্ত ভক্তদের মধ্যে থেকে রাজস্থানের রাজকীয় প্রাসাদে ক্যাট-ভিকির বিয়ের রেশ কাটেনি। সোশ্যাল মিডিয়ার পতায় মাঝে মধ্যেই ভেসে ওঠে যুগলের মিষ্টি মুহুর্তের ছবি। তবে শুধু বিয়ে নয়, বিয়ে পরবর্তী সময়ে ক্যাট-ভিকির সংসারেও উঁকিঝুঁকি দিতেও উৎসাহের শেষ নেই নেটিজেনদের।

   

Viki Kaushal Katrina Kaif Wedding Footage Sold for 100Cr ভিকি কৌশল ক্যাটরিনা কাইফ বিয়ে

যার ফলে পেজথ্রির পাতায় মাঝে মধ্যেই উঠে আসে ভিক্যাটের সাংসারিক যাপনের টুকরো ছবি। সম্প্রতি একটি নতুন বিষয়কে কেন্দ্র করে শিরোনামে রয়েছেন এই সেলিব্রেটি জুটি। বিয়ের ৬ মাসের মাথায় এখন ক্যাট-ভিকিকে নিয়ে নতুন চর্চার বিষয় হল ক্যাট-ভিকির বাচ্চা কবে হবে। তবে সম্প্রতি একটি খবর প্রকাশ্যে এসেছে যা থেকে জানা যাচ্ছে ক্যাটরিনা এখনই ভিকিকে সন্তান দিতে পারবেন না।

ক্যাটরিনা কাইফ,Katrina Kaif,ভিকি কৌশল,Vicky Kaushal,Pregnancy,প্রেগন্যান্সি,Bollywood,বলিউড
এ খবর চাউর হতেই মুষড়ে পড়েছেন ভক্তরা। সূত্রের খবর ক্যাটরিনা এখনই সন্তান নিতে প্রস্তুত নন। এই খবরটি নিমেষে ভাইরাল হলেও বিষয়টিকে মোটেই সমর্থন করছেন না ভক্তদের একটা বড় অংশ। যার ফলস্বরূপ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। প্রসঙ্গত একথা সকলেই জানেন বিয়ের পরেই ক্যাটরিনা শুটিংয়ে ফিরেছেন। একই সঙ্গে নিজের ছবির শুটিং নিয়ে ব্যস্ত ভিকি কৌশলও। যার ফলে তারা দুজনেই একে অপরের সঙ্গে বেশি সময় কাটাতে পারছেন না।

ক্যাটরিনা কাইফ,Katrina Kaif,ভিকি কৌশল,Vicky Kaushal,Pregnancy,প্রেগন্যান্সি,Bollywood,বলিউড

তাই এখনই সন্তান নিলে তাকে সামলানো তাদের দুজনের জন্যই কঠিন হয়ে পড়বে। এই কারণেই সম্ভবত এখনই সন্তান নেওয়ার কোনো প্লানিং নেই এই নবদম্পতির। প্রসঙ্গত গতকালই গিয়েছে ভিকির জন্মদিন। বিয়ের পর ভিকির প্রথম জন্মদিন কে স্পেশাল করে তুলতে নিউইয়র্ক উড়ে গিয়েছিলেন ক্যাট। সেখান থেকেই একসাথে কাটানো মিষ্টি মুহুর্তের ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী।

site