• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা হতে চলা ক্যাটরিনাকে দেওয়া হল প্রাণে মেরে ফেলার হুমকি! বাদ যাননি ভিকিও, চিন্তায় অনুরাগীরা

Published on:

Vicky Kaushal and Katrina Kaif gets life threats

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটির মধ্যে একটি হল ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) জুটি। শোনা যাচ্ছে, শীঘ্রই ‘ভিকট্রিনা’র প্রথম সন্তানের জন্ম হতে চলেছে। ক্যাট প্রেগন্যান্ট। তাই স্বাভাবিকভাবেই কৌশল এবং কাইফ পরিবারে খুশির হাওয়া। তবে এসবের মাঝেই দুই তারকা এবং তাঁদের পরিবারের সদস্যরা চিন্তায় পড়েছেন। কারণ ‘ভিকট্রিনা’কে খুনের হুমকি (Life threat) দিয়েছেন এক ব্যক্তি।

ভিকি এবং ক্যাটরিনা এমন দুই তারকা যারা বিতর্ক থেকে দূরে থাকতে ভালোবাসেন। এমনকি নিজেদের ব্যক্তিগত জীবনকেও লুকিয়েই রাখতে পছন্দ করেন দু’জনে। নিজেদের দুনিয়ায় মশগুল থাকেন এই তারকা দম্পতি। তাঁদের কেউ কেন প্রাণে মারতে চাইবে? আপাতত এই চিন্তায় পড়েছেন তাঁদের অনুরাগীরা।

Vicky Kaushal,Katrina Kaif,Vicky Kaushal and Katrina Kaif,Vicky Kaushal life threat,Katrina Kaif life threat,bollywood,entertainment,ভিকি কৌশল,ক্যাটরিনা কাইফ,ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ,ভিকি এবং ক্যাটরিনাকে হত্যার হুমকি,বলিউড,বিনোদন

বলিপাড়ার এই তারকা জুটিকে সামাজিক মাধ্যমে হত্যার হুমকি দিয়েছেন একজন ব্যক্তি। সেই ব্যক্তি কে তা এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, শীঘ্রই তাঁকে পুলিশ ধরে ফেলবে। মুম্বই পুলিশ ইতিমধ্যেই সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে ফেলেছে।

একটি নামী সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয় এই ব্যক্তি সামাজিক মাধ্যমে ভিকি এবং ক্যাটরিনাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। পুলিশ এই মামলার তদন্ত শুরু করেছে। মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় মামলা দায়ের করা হয়েছে। আশা করা হচ্ছে, শীঘ্রই সেই ব্যক্তিকে পুলিশ ধরে ফেলবে।

Katrina Kaif and Vicky Kaushal

বলিউডের এই নির্ঝঞ্ঝাট তারকা জুটিকে সামাজিক মাধ্যমে এভাবে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার কথা জানার পর থেকে তাঁদের অনুরাগীরাও বেশ চিন্তায় পড়েছেন। তবে ভিকি কিংবা ক্যাটরিনা কেউই এই বিষয়ে মুখ খোলেননি।

‘ভিকট্রিনা’ জুটির আসন্ন প্রোজেক্টের ব্যাপারে বলা হলে, ‘উরি’, ‘সর্দার উধম সিং’ খ্যাত অভিনেতার হাতে এখন ‘গোবিন্দা নাম মেরা’, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’ ও পরিচালক লক্ষ্মণ উতেকার এবং আনন্দ তিওয়ারির আসন্ন ছবিগুলি রয়েছে। অপরদিকে ভিকি ঘরণী ক্যাটরিনার হাতেও রয়েছে একগুচ্ছ ছবি। শীঘ্রই বড় পর্দায় মুক্তি পাবে ক্যাট, সিদ্ধান্ত চতুর্বেদী এবং ঈশান খট্টর অভিনীত ‘ফোন ভুত’। এছাড়াও নায়িকার হাতে ‘মেরি ক্রিসমাস’, ‘টাইগার ৩’ এবং ‘জি লে জারা’ রয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥