আজ সারা দেশ জুড়ে রঙের উৎসব দোল (Holi) উদযাপিত হল। সাধারণ মানুষদের মতোই এই উৎসব উদযাপনে মেতে উঠেছিলেন বলিউড (Bollywood) তারকারাও। কেউ এই বিশেষ দিন কাটিয়েছেন পরিবারের সঙ্গে। কারোর সঙ্গে আবার ছিল তাঁর ভালোবাসার মানুষ। দিনের শেষে চলুন তাহলে দেখে নেওয়া যাক, কীভাবে দোল উদযাপন করলেন বি টাউনের সেলেবরা (Bollywood celebrities Holi Photo Gallary)।
সিদ্ধার্থ মলহোত্রা এবং কিয়ারা আডবানী (Sidharth Malhotra and Kiara Advani) – গত মাসেই সাত পাক ঘুরেছেন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ের পর এটি তাঁদের প্রথম হোলি। ধুমধাম করেই রঙের উৎসব উদযাপন করেছেন ‘শেরশাহ’ জুটি। কিয়ারার সঙ্গে একটি ছবি শেয়ার করে সিদ্ধার্থ লিখেছেন, ‘বৌয়ের সঙ্গে প্রথম হোলি’।
কৃতি শ্যানন (Kriti Sanon) – বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন এই দিনটি কাটিয়েছেন মা-বাবা এবং বোনের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ছবি। শ্যানন পরিবারের দোল উৎসবে অংশগ্রহণ করেছিল তাঁদের দুই পোষ্যও।
করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) – ঠাকুরদা রাহ কাপুরের মৃত্যুর পর থেকে ধুমধাম করে হোলি খেলেন না করিনা। তবে এই বছর দুই ছেলে তৈমুর এবং জেহ’র সঙ্গে রঙের উৎসবে মাততে দেখা গিয়েছে বেবোকে।
অনন্যা পাণ্ডে এবং আলিয়া ভাট (Ananya Panday and Alia Bhatt) – বলিউডের সব তারকাই যে এই দিনটি নিজের প্রিয়জনদের সঙ্গে কাটিয়েছেন তা নয়। আলিয়া ভাট এবং অনন্যা পাণ্ডে যেমন রঙের উৎসবে ছিলেন শ্যুটিং সেটে। আলিয়া ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’র সেট থেকে এবং অনন্যা ‘ড্রিম গার্ল ২’র সেট থেকে ছবি শেয়ার করেছেন।
ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ (Vicky Kaushal and Katrina Kaif) – বিয়ের পর এটি ভিকি-ক্যাটরিনার দ্বিতীয় হোলি। গত বছরের মতো এই বছরও ধুমধাম করে রং খেলেছে কৌশল পরিবার। সঙ্গে যোগ দিয়েছিল ক্যাটরিনার বোন ইসাবেলাও।
কুণাল খেমু এবং সোহা আলি খান (Kunal Kemmu and Soha Ali Khan) – বলিউডের জনপ্রিয় জুটি কুণাল এবং সোহাও মেতেছিলেন রঙের উৎসবে। তাঁদের সঙ্গে যোগ দিয়েছিল নেহা ধুপিয়া এবং তাঁর স্বামী অঙ্গদ বেদীও। সোহা-নেহার পাশাপাশি তাঁদের সন্তানরাও অংশগ্রহণ করেছিলেন হোলি সেলিব্রেশনে।
কার্তিক আরিয়ান (Kartik Aaryan) – বলিউডের নতুন প্রজন্মের সুপারস্টার কার্তিক আরিয়ানও ধুমধাম করে হোলি সেলিব্রেট করেছেন। তবে এই বছর পরিবারের সঙ্গে নয়, বরং বিদেশে রঙের উৎসব উদযাপন করেছেন অভিনেতা।
কার্তিক সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি শেয়ার করে জানান, তিনি এই বছর ডালাসে হোলি সেলিব্রেট করছেন। সেই সঙ্গেই অভিনেতা লিখেছেন, মা-বাবার সঙ্গে রং খেলা এবং মায়ের হাতের গুজিয়া প্রচণ্ড মিস করছেন তিনি।