ভোডাফোন ও আইডিয়া এখন একত্রে Vi। টেলিকম বাজারে প্রতিযোগিতার দৌড়ে বাকি সকলকে পিছনে ফেলে জন্য প্রস্তুত Vi। এবার গ্রাহকদের একগুচ্ছ নতুন প্রিপেইড প্ল্যান উপহার দিল Vi। Vi নতুন ৮টি প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে যাতে রয়েছে ছোট থেকে বড় সব রকমের অফার। তবে মজার বিষয় হল নতুন এই সমস্ত প্লানগুলির শুরু হচ্ছে মাত্র ৩২ টাকা থেকে।
বাকি টেলিকম অপারেটরদের যেখানে ন্যূনতম রিচার্জ ৪৯ টাকা সেখানে Vi এর ৩২ টাকা মাত্র। সাথে এই প্লানগুলিতে গ্রাহকেরা স্পোর্টস থেকে গেমস, কনটেস্ট ইত্যাদির সুবিধাও পাবেন। মাত্র ৩২ টাকা থেকে শুরু করে ১০৩ টাকা পর্যন্ত মোট ৮টি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে Vi। সাথে থাকছে ৮৯ দিন পর্যন্ত বৈধতা। এই অফার গুলি দেশের সমস্ত সার্কেলেই উপলব্ধ। এবার জানা যাক প্ল্যান গুলির সম্মন্ধে –
Vi প্ল্যান ১০৩
এই প্ল্যানটিতে থাকছে সর্বাধিক ভ্যালিডিটি। সাথে থাকছে ষ্টার টক নামক একটি জবরদস্ত স্কিম। যাতে আপনি বলিউডের যেকোনো সেলেব্রিটিদের সাথে চ্যাট করার সুযোগ পাবেন। আবার ১ বা ২টি নয় মাসে ৫টি বলিউড সেলেব্রিটির সাথে চ্যাটের সুযোগ পাবেন এই প্যাকের দৌলতে। আগেই বলেছি এই প্ল্যানতীর ভ্যালিডিটি সর্বাধিক, এতে থাকছে ৮৯ দিনের বৈধতা।
Vi প্ল্যান ৭৩
এই প্ল্যানটি হল কনটেস্ট প্যাক। এই প্যাকে থাকবে গোল্ড ভাউচার থেকে শুরু করে নানান আকর্ষণীয় পুরুস্কার জিতে নেবার সুযোগ। এই প্ল্যানটিও ৮৯ দিনের বৈধতার সাথে আসবে।
Vi প্ল্যান ৭২
এই প্ল্যানটি হল ভ্যালু অ্যাডেড প্ল্যান। এক্ষেত্রেও কন্টেস্টের সুবিধা গুলি থাকবে সাথে থাকবে ৮৯ দিনের ভ্যালিটিডি।
Vi প্ল্যান ৬২
Vi এর এই প্ল্যানটি আসলে গেম প্ল্যান।এই পাকতির বৈধতা থাকছে ৮৯ দিন। এই প্ল্যানটি রিচার্জ করলে আপনি ২০০টি গেম খেলার সুযোগ পাবেন। তও একেবারে কোনোরকমবিজ্ঞাপন ছাড়াই।
Vi প্ল্যান ৫২
এই প্ল্যানটি হল ষ্টার টক প্ল্যান। ১০৩ টাকার মতোই সুবিধা মিলবে এই প্ল্যানটিতে তবে এতে ভ্যালিডিটি থাকবে মাত্র ২৮ দিনের।
Vi প্ল্যান ৪৩ কনটেস্ট
এই প্ল্যানটিতে কনটেস্ট প্ল্যানের সমস্ত সুবিধা পাওয়া যাবে। কিন্তু ভ্যালিডিটি থাকবে মাত্র ২৮ দিনের
Vi প্ল্যান ৪২ সপোর্টস
এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে আপনি ক্রিকেটের লাইভ ম্যাচ দেখার সুযোগ পাবেন। সাথে স্পোর্টস সেলেব্রিটিদের সাথে চ্যাটের সুযোগ ও পেতে পারেন। ক্রীড়াপ্রেমীদের জন্য এই রিচার্জ প্ল্যানটি বেশ জনপ্রিয় হবে আশা করা যায়। এই প্ল্যানতীর বৈধতা থাকবে ২৮ দিনের।
Vi প্ল্যান ৩২
Vi তার গেমস প্ল্যানএর স্বল্প বৈধতার প্ল্যান হিসাবে এই প্লেনটি লঞ্চ করেছে। এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে আপনি গেমস প্ল্যানের সমস্ত সুবিধা পেয়ে যাবেন। সাথে থাকবে ২৮ দিনের ভ্যালিডিটি।