• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুর্দান্ত পোস্টপেড প্ল্যান আনল Vi, আছে আনলিমিটেড কলিং, ডেটা সহ রয়েছে অনেক সুবিধা

ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতা তুঙ্গে। বেশি ডেটা থেকে শুরু করে আনলিমিটেড কলিং সব নিয়েই যেন যুদ্ধ লেগেই রয়েছে টেলিকম অপারেটরগুলোর মধ্যে। মাঝে মধ্যেই নিত্য নতুন প্রিপেড প্ল্যান ঘোষণা করছে বিভিন্ন কোম্পানি। কিন্তু এই সমস্ত প্রতিযোগিতার দিক থেকে খানিকটা বাতিলের দিকে ছিল পোস্টপেড সার্ভিস। এবার পোস্টপেড প্ল্যানের ওপর নজর দিল ভোডাফোন আইডিয়া লিমিটেড Vi। Vi এর দুটি পোস্টপেড প্ল্যান উপলব্ধ ছিল, যার কিছুদিন আগেই দাম বেড়েছে। ৫৯৮ টাকার প্ল্যানটি ৬৪৯ টাকা ও ৭৪৯ টাকার প্ল্যানটি বেড়ে ৭৯৯ টাকা হয়েছিল।

এবার Vi আরেকটি  নতুন পোস্টপেড প্ল্যান নিয়ে হাজির হল। Vi REDX Family পোস্টপেড প্ল্যান এটি। এই পোস্টপেড প্ল্যানে আনলিমিটেড কলিং ও ডেটা তো থাকছেই সাথে থাকছে আকর্ষণীয় সমস্ত অ্যাপের সাবস্ক্রিপশন। Amazon Prime থেকে শুরু করে Netflix এই অ্যাপগুলির ১ বছরের সাবস্ক্রিপশন পাওয়া যাবে একেবারে বিনামূল্যে Vi এর ১৩৯৮ টাকার পোস্টপেড প্ল্যানে। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে এই প্ল্যানে কী কী সুবিধা থাকছে।

   

১৩৯৮ টাকার এই পোস্টপেড প্ল্যানটি হল একটি ফ্যামিলি প্ল্যান। সুতরাং এই প্ল্যানে পরিবারের সদস্যদের যুক্ত করা যাবে। এই প্ল্যানের সাথে প্রথমে ১৫০ জিবি ডেটা দেওয়া হবে। সাথে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধা থাকবে। এছাড়াও প্রতিটি নাম্বারের জন্য ১০০টি এসএমএস ফ্রি থাকবে। এছাড়াও সেকেন্ডারি কানেকশনের জন্য ৩০ জিবি ডেটা থাকবে। মূল প্ল্যানের সাথে সর্বোচ্চ ৪টি সেকেন্ডারি কানেকশন যোগ করা যাবে। সেকেন্ডারী কানেক্শনের জন্য Vi এর ওয়েবসাইটে গিয়ে ২৪৯ টাকা দিয়ে রেজিস্টার করতে হবে।

এখানেই শেষ নয় Vi এর এই নতুন পোস্টপেড প্লানের সাথে বিনামূল্যে অনেক অ্যাপের্ ১ বছরের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। Amazon Prime, Netflix, ZEE5 Premium এছাড়াও Vi Movies & TV থাকছে এই প্ল্যানের সাথে। যার সব মিলিয়ে দাম প্রায় ৫,৯৯৮ টাকা।

site