বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) অত্যন্ত জনপ্রিয় এবং প্রতিভাবান এক অভিনেতা হলেন মনোজ মিত্র (Manoj Mitra)। অগুণতি সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে এখন বয়স হয়েছে অভিনেতার। বেশ অনেকটা সময় হয়ে গেল পর্দাতেও দেখা নেই তাঁর। এই বর্ষীয়ান অভিনেতা এখন কোথায় আছেন, কীভাবে দিন কাটাচ্ছেন, মাঝেমধ্যেই অনুরাগীদের মনে ভিড় করে আসে এসব প্রশ্ন।
একসময় খলনায়কের চরিত্রে তাক লাগানো অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন মনোজবাবু। নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে সমৃদ্ধ করেছেন গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে। আর আজ সেই অভিনেতার হাতেই কোনও কাজ নেই! ৮৪ বছরে এসে এই অভিনেতা কীভাবে দিন কাটাচ্ছেন শুনলে আপনিও অবাক হবেন।
একজন দুর্দান্ত অভিনেতা হওয়ার পাশাপাশি মনোজ মিত্র একজন নামী নাট্যকার এবং নাট্য শিল্পীও। অভিনেতা হিসেবে তাঁর পথচলা শুরু হয়েছিল নাটকের মাধ্যমেই। এরপর বড়পর্দায় অভিষেক হয় মনোজবাবুর। নব্বইয়ের দশকের একাধিক সুপারহিট সিনেমায় ভিলেন হিসেবে দেখা মিলেছে তাঁর।
এখন মনোজবাবুর বয়স হয়ে গেলেও তাঁর মন থেকে অভিনয়ের ইচ্ছা কিন্তু চলে যায়নি। বড়পর্দায় কাজের ইচ্ছা এখনও তাঁর মনে রয়েছে। একবার এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতা বলেছিলেন, ‘কেউ যদি মনে করেন আমায় নিলে তাঁর লাভ হতে পারে, আমি তাহলে অভিনয়ে ফিরতে রাজি আছি’।
বড়পর্দায় দেখা না মিললেও মনোজ মিত্র কিন্তু অভিনয় জগত থেকে সম্পূর্ণ রূপে দূরে সরে যাননি। এই বয়সে এসেও লেখালেখির কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। শোনা যায়, ২০১৮ সাল নাগাদ এই নামী অভিনেতাই একটি বড় রকমের হেনস্থার সম্মুখীন হয়েছিলেন। ৮০ বছর বয়সে এসে অভিনেতাকে তাঁর যতীন দাস রোডের ভাড়া বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
শোনা যায়, ৬০ বছর ধরে সেই বাড়িতে ভাড়া ছিলেন মনোজবাবু। অভিনেতার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, তিনি নাকি ঘর দখল করে রেখেছিলেন। মামলা আদালত পর্যন্তও গড়িয়েছিল। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ অনুযায়ী, অভিনেতার সমস্ত জিনিসপত্র তাঁর ঘর থেকে বের করে দেওয়া হয়। টলিউডকে সমৃদ্ধ করা এই বর্ষীয়ান অভিনেতাকে যে এমন পরিস্থিতির শিকার হতে হবে তা হয়তো সত্যিই ভাবেনি কেউ।