• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পকেটমারি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও! তারপর কি? নিজেই জানালেন বিপ্লব চট্টোপাধ্যায়

Published on:

Biplab Chatterjee shaes abuout his childhood memory

বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির (Tollywood) অত্যন্ত জনপ্রিয় এক অভিনেতা (Actor) হলেন বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee)। টলিউডের স্বর্ণযুগের খলনায়কদের মধ্যে একজন তিনি। তিনি যে কত আইকনিক সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন তা গুনে শেষ করা যাবে না। পর্দায় খলনায়কের চরিত্রে অভিনয় করলেও, কেবলমাত্র নিজের তুখোড় অভিনয়ের জন্য জিতে নিয়েছেন হাজার হাজার দর্শকের মন।

টলিপাড়ার এই নামী খলনায়ক বাস্তব জীবনে বেশ মজার মানুষ। মাঝেমধ্যেই তিনি এমন অনেক অজানা কাহিনী শেয়ার করেন যা সকলকে অবাক করে দেয়। কখনও ইন্ডাস্ট্রির অন্দরের অজানা গল্প, কখনও আবার নিজের ব্যক্তিগত জীবনের চমকপ্রদ কাহিনী শুনিয়ে সকলকে চমকে দেন তিনি। বেশ কয়েক বছর আগে একবার যেমন নিজের ছেলেবেলার (Childhood) এক অজানা কাহিনী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।

Biplab Chatterjee, Biplab Chatterjee in Apur Sansar, Biplab Chatterjee Pick pocket

নিজের অভিনয়ের জোরে দীর্ঘসময় দর্শকমনে রাজত্ব করেছেন বিপ্লব। এখন পর্দায় তাঁকে খুব একটা দেখা না গেলেও, মানুষের মন থেকে কিন্তু তিনি মুছে যাননি। কখনও হাড় জ্বালানো খলনায়কের চরিত্রে, কখনও আবার মন ভালো করা চরিত্রে অভিনয় করা এই শিল্পী ইন্ডাস্ট্রির এক অত্যন্ত দামি রত্ন।  তবুও টলিপাড়ায় এতগুলো বছর কাটিয়ে ফেলার পরে মাঝেমধ্যে বিপ্লবেরও অতীতের দিনগুলোয় ফিরে যেতে মন যায়।

একবার যেমন শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত জি বাংলার জনপ্রিয় টক শো ‘অপুর সংসার’এ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিপ্লব। তখনই নিজের শৈশবের এক অজানা কাহিনী থেকে পর্দা ওঠান বর্ষীয়ান অভিনেতা। এখন আবার সেই এপিসোডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।

Biplab Chatterjee, Biplab Chatterjee in Apur Sansar, Biplab Chatterjee Pick pocket

শোয়ের সঞ্চালক শাশ্বত বিপ্লবকে জিজ্ঞেস করেছিলেন, তিনি নাকি ছোটবেলায় পকেট মারতে (Pick pocket) গিয়ে ধরা পড়েছিলেন। একবাক্যে সেকথা স্বীকার করে নিয়েছিলেন অভিনেতা। পাশাপাশি সকলের সঙ্গে সেই ঘটনাও শেয়ার করেছিলেন।

বিপ্লব বলেন, তিনি তখন সেভেনে পড়েন। সেই সময় হঠাৎ একদিন ক্লাসে ভূগোলের নতুন শিক্ষক প্রবেশ করলেন। চারিদিকে চন্দনের গন্ধ ম-ম করতে শুরু করে। যা দেখে বিপ্লব ভেবেছিলেন, হয়তো শিক্ষকমশাইয়ের কাছে চন্দন কাঠ রয়েছে। অভিনেতার কথায়, তখনই তাঁর মনের মধ্যে পকেট মারার ইচ্ছা জেগে ওঠে।

ভূগোলের নতুন স্যারের নাম ছিল রামরঞ্জন সেনগুপ্ত। তিনি যখন ক্লাস থেকে বেরোচ্ছিলেন। সেই সময় চন্দন কাঠ খোঁজার জন্য স্যারের পকেটের ভিতর হাত ঢুকিয়ে দেন বিপ্লব। আর সঙ্গে সঙ্গে ধরাও পড়ে যান তিনি। রামরঞ্জনবাবু খপাত করে তাঁর হাত ধরে ফেলেন। বর্ষীয়ান অভিনেতার মুখ থেকে এই ঘটনা শুনে হেসে লুটোপুটি খাওয়ার জোগাড় হয়েছিল শাশ্বত এবং পাশে বসে থাকা অনামিকা সাহার। ভাইরাল সেই ভিডিও দেখে এখন একই অবস্থা নেটিজেনদেরও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥