বছর শেষের আগে ফের দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেমে এল শোকের ছায়া। যেখানে সকলে বড়দিনের সেলিব্রেশনে মেতেছিল সেখানে এল দুঃসংবাদ। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তেলেগু ইন্ডাস্ট্রির নামী অভিনেতা চলপতি রাও (Chalapathi Rao)। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৮ বছর।
জানা গিয়েছে, আজ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস (Chalapathi Rao passed away) ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা। ওনার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সম্পূর্ণ বিনোদন দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় অনুরাগী থেকে শুরু করে তারকা, প্রত্যেকে দুঃখ প্রকাশ করেছেন। প্রিয়জনকে হারিয়ে কাঁদতে কাঁদতে করুণ দশা পরিবারের।
বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন চলপতি। কমেডি এবং খলনায়কের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া এই শিল্পী অবশেষে আজ জীবনযুদ্ধে পরাজিত হলেন।
চলপতি নিজের দীর্ঘ কেরিয়ারে ৬০০’রও বেশি ছবিতে অভিনয় করেছেন। সেই লিস্টে নাম রয়েছে, ‘সাক্ষী’, ‘ড্রাইভার’, ‘রামুডু’র মতো সিনেমার। অবশ্য শুধুমাত্র সাউথেই নয়, বলিউডেও কাজ করেছেন এই বর্ষীয়ান অভিনেতা। সুপারস্টার সলমন খান অভিনীত সুপারহিট ছবি ‘কিক’এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
জানিয়ে রাখি, শুধুমাত্র চলপতিই নন, তাঁর ছেলে রবি বাবুও তেলেগু সিনেমার এক নামী পরিচালক। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রকে উদ্ধৃত করে এক সংবাদমাধ্যমে লেখা হয়েছে, বর্ষীয়ান এই শিল্পীর শেষকৃত্য তাঁর মেয়ে দেশে ফেরার পর সম্পন্ন হবে। আজ দুপুর পর্যন্ত চলপতির পার্থিব শরীর অনুরাগীদের দর্শনের জন্য রাখা হয়েছিল। অভিনেতার শেষকৃত্য আগামী ২৮ ডিসেম্বর, বুধবার দুপুর ৩টের পর সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
বর্ষীয়ান এই শিল্পীর জন্ম ১৯৪৪ সালে। নিজের কেরিয়ারে ‘স্টেট রাউডি’, ‘বোব্বিলি পুলী’, ‘ডোয়াঙ্গা রামুডু’ সহ একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন চলপতি। এছাড়াও বেশ কিছু ছবি পরিচালনাও করেছেন তিনি। ‘কলযুগ কৃষ্ণুডু’, ‘জগন্নাটকম’, ‘কডপ্পা রেডুম্মা’সহ একাধিক জনপ্রিয় ছবি তৈরি করেছেন চলপতি।