সপ্তাহান্তে ফের বলিউডে (Bollywood) নেমে এল শোকের ছায়া। প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী সুলোচনা লাটকার (Sulochana Latkar)। নিজের সুদীর্ঘ কেরিয়ারে ২০০’রও বেশি হিন্দি এবং মরাঠি সিনেমায় অভিনয় করেছেন তিনি। নিজের তুখোড় অভিনয় প্রতিভার মাধ্যমে জয় করে নিয়েছেন কোটি কোটি মানুষের হৃদয়। সেই সুলোচনাই রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ মৃত্যুর (Death) কোলে ঢলে পড়েন।
মৃত্যুকালে সুলোচনার বয়স হয়েছিল ৯৪ বছর। তাঁর মেয়ে কাঞ্চন ঘনেকার জানান, বার্ধক্যজনিত নানান সমস্যার কারণেই প্রয়াত হয়েছেন তাঁর মা। অভিনেত্রীর শ্বাসকষ্টজনিত সমস্যাও ছিল। সুলোচনার মৃত্যুর খবর দেওয়ার সঙ্গেই তাঁর পরিবারের তরফ থেকে জানানো হয়, সোমবার বিকেল ৫:৩০টা নাগাদ শিবাজি পার্কে অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে।
শেষকৃত্যের আগে প্রভাদেবী রেসিডেন্সের বাড়িতে সুলোচনার মরদেহ রাখা থাকবে। সেখানে গিয়ে অভিনেত্রীর অনুরাগীরা তাঁকে শেষবারের মতো দেখতে পারবেন। কিংবদন্তি এই অভিনেত্রীর মৃত্যুর খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, ‘সুলোচনাজির মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র দুনিয়ায় এক বিরাট শূন্যতার সৃষ্টি হল। তাঁর তুখোড় অভিনয় ভারতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে স্থান করে নিয়েছে। ওনার কাজের মধ্যে দিয়েই ওনার ঐতিহ্য বেঁচে থাকবে। ওনার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি’।
শোকপ্রকাশ করেছেন বলিউড ইন্ডাস্ট্রির একাধিক তারকাও। মাধুরী দীক্ষিত লিখেছেন, অত্যন্ত সুন্দরী এবং জনপ্রিয় একজন অভিনেত্রী ছিলেন ‘সুলোচনা তাই’। ভারতীয় চলচ্চিত্র জগতে ওনার অবদান অসীম। অভিনেত্রীর সংযোজন, ওনার প্রত্যেকটি ছবিই মনে গেঁথে থাকার মতো। তবে তাঁর ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ভালোলাগে মরাঠি ছবি ‘সঙ্গতে আইকা’। মরাঠি ভাষায় দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা রীতেশ দেশমুখ।
নিজের কয়েক দশক ব্যাপী দীর্ঘ কেরিয়ারে একাধিক সিনেমায় অভিনয় করেছেন সুলোচনা। তাঁর ঝুলিতে রয়েছে ২০০’রও বেশি সিনেমা। বলিউডের একাধিক সুপারস্টার, মেহমুদ, দেব আনন্দ, মনোজ কুমারের মতো একাধিক সুপারস্টারের মায়ের চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। তাঁর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।