• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আনারকলি সেজে এসেছিস, একটু পর মুজরা কর! ভরা পার্টিতে করণকে নিয়ে খিল্লি কিরণ খেরের, রইল ভিডিও

Published on:

Karan Johar,Kirron Kher,Karan Johar Kirron Kher,Karan Johar Anarkali,Bollywood,entertainment,Kirron Kher trolled Karan Johar,কিরণ খের,করণ জোহর,কিরণ খের করণ জোহর,বলিউড,বিনোদন,করণ জোহর ট্রোলড

বলিউডের (Bollywood) নামী পরিচালক-প্রযোজক করণ জোহর (Karan Johar) এমন একজন ব্যক্তিত্ব, যাকে নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চা চলতেই থাকে। তা সে নেপোটিজম বিতর্ক হোক, কিংবা তাঁর কোনও মন্তব্য, করণকে নিয়ে চর্চা চলতেই থাকে। সেই সঙ্গে সমান তালে চলতে থাকে ট্রোলিংও। তবে এবার ধর্মা প্রোডাকশন হাউসের কর্ণধারকে নিয়ে ভরা পার্টিতে খিল্লি করলেন অভিনেত্রী কিরণ খের (Kirron Kher)।

হ্যাঁ, ঠিকই দেখছেন। সম্প্রতি বলিউডের ‘মহানায়ক’ অমিতাভ বচ্চনের দিওয়ালি পার্টিতে দেখা হয়েছিল করণ এবং কিরণের। সেখানেই প্রকাশ্যে ধর্মা কর্ণধারকে ‘আনারকলি’ বলে সম্বোধন করেন বর্ষীয়ান অভিনেত্রী। শুধু এটুকুই নয়, তাঁকে এও বলেন, ‘একটু পর মুজরা শুরু করিস’।

Karan Johar and Kirron Kher

এখানেও কিন্তু থামেননি অনুপম খেরে ঘরণী। এরপর প্রকাশ্যেই করণের হাঁটার ভঙ্গি নিয়েও খিল্লি করেন বর্ষীয়ান অভিনেত্রী। এই ভিডিওটি আবার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খোদ করণ জোহর নিজে। আর এরপর থেকেই কিরণের ধর্মা কর্ণধারকে মুখের ওপর ট্রোল করা দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়।

করণের শেয়ার করা ভিডিওয় দেখা গিয়েছে, লাল রঙের একটি চুড়িদার পরে বসে রয়েছেন কিরণ। তাঁকে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে খোঁচা মেরে ইয়ার্কি শুরু করেন করণ। প্রথম বলিউডের এই নামী প্রযোজক কিরণের সাজ নিয়ে বলেন, ‘করবা চৌথের জন্য সাজটা একটু বেশিই দেরি হয়ে গেল না’?

Karan Johar and Kirron Kher

করণের এই খোঁচা মারা মন্তব্যের জবাবে কিরণ বলেন, ‘তুই চুপ কর। তুই যে এই আনারকলি সেজে এসেছিস না, একটু পর ভেতরে মুজরা শুরু হয়ে যাবে’। এরপর করণের হাঁটার ভঙ্গি নিয়ে মজা করে বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘তুই যেভাবে ঢং করে হাঁটিস, কোনও মেয়েও সেভাবে হাঁটে না’। সবশেষে করণ অভিনেত্রীকে ব্যক্তিত্ব নিয়ে খোঁচা দিলে, কিরণ বলেন যে, তাঁর ব্যক্তিত্ব করণের চেয়ে অনেক ভালো। সবাই সেকথা জানে। এমনকি করণ নিজেও জানেন।

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

করণ এবং কিরণ একসঙ্গে একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের বিচারক ছিলেন। তখনও মাঝেমধ্যেই নিজেদের নানান মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন করণ। দীর্ঘ সময় পর ফের তাঁদের এই খুনসুটির ভিডিও দেখে নেটিজেনদেরও বেশ ভালো লেগেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥