• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মারণরোগ ক্যান্সার জয় করে মহামারীর শিকার, করোনা আক্রান্ত কিরণ খের, চিন্তায় ভক্তরা

করোনার (Corona) ভয় কাটিয়ে মানুষ যখন আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছিলেন, ঠিক তখনই আবার নিজের অস্তিত্বের কথা জানান দিল এই ভাইরাস। ফের বলিউডে (Bollywood) থাবা বসাল করোনা। কোভিডের (Covid 19) কবলে পড়েছেন বর্ষীয়ান অভিনেত্রী কিরণ খের (Kirron Kher)। সম্প্রতি নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন তিনি। ক্যান্সার জয়ী অভিনেত্রীকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা।

অনুপম খেরের পত্নী কিরণ খেরের ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের কথা কারোর অজানা নয়। প্রত্যেকেই জানেন, কীভাবে কর্কট রোগকে পরাজিত করে জয়ী হয়ে ফিরে এসেছেন তিনি। তবে এবার তাঁর লড়াইটা করোনার সঙ্গে। অনুরাগীদের প্রার্থনা, এই লড়াইয়েও যেন জয়ী হয়ে মাথা উঁচু করে ফিরে আসেন তিনি।

   

Kirron Kher, Kirron Kher Covid positive

সোমবার কিরণ টুইটারে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান। অভিনেত্রী লেখেন, ‘আমার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এই কদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে নিজেদের করোনা পরীক্ষা করিয়ে নেবেন’। কিরণের এই টুইট দেখা মাত্রই উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা।


একজন নেটাগরিক যেমন লিখেছেন, ‘ওহ ম্যাডাম! আপনি নিজের যত্ন নেবেন। আপনি কেমন আছেন সেই খবর জানাবেন’। দ্বিতীয় নেটিজেনের কমেন্ট, ‘করোনা, অ্যাডিনো- আর যে কত কিছু দেখতে হবে আমাদের… আর ভালোলাগে না’। তৃতীয় নেটিজেন অভিনেত্রীর আরোগ্য কামনা করে লিখেছেন, ‘ঈশ্বরের কাছে আপনার দ্রুত সুস্থতা কামনা করি কিরণ ম্যাম। আপনি ভালো থাকুন’।

Kirron Kher, Kirron Kher Covid positive

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালে অনুপম পত্নী মাল্টিপল মায়লোমায় (রক্তের ক্যান্সারের এক ধরণ) আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘ লড়াইয়ের পর জয়ী হয়ে ফিরে আসেন অভিনেত্রী। এরপর একটি নামী রিয়্যালিটি শোয়ের বিচারক হিসেবেও দেখা মিলেছিল তাঁর। আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরছিলেন কিরণ। ঠিক তখনই এল অভিনেত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর।

বলিউডের নামী জুটি, কিরণ এবং অনুপম ১৯৮৫ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন। যদিও এটি অভিনেত্রীর প্রথম বিয়ে ছিল না। অনুপমকে বিয়ে করার আগে অভিনেত্রী গৌতম বেরির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। ১৯৮১ সালে জন্ম হয় তাঁদের পুত্র সিকন্দরের। ছেলের জন্মের পর দ্বিতীয় বিয়ে করেছিলেন কিরণ।