• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দর্শকরা ধর্ম দেখে সিনেমাহলে যায় না! ‘দেশে খান ছাড়া কিছু নেই’ বলায় কঙ্গনাকে ধুয়ে দিলেন অনুপম খের

বলিউডের (Bollywood) ‘খান অভিনেতা’দের নিয়ে এবার প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ালেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের (Anupam Kher) এবং নামী অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। শাহরুখ, সলমন, আমিরদের একহাত নিয়ে কার্যত দর্শকদের দিকে আঙুল তোলায় বলিউডের ‘ক্যুইন’কে রীতিমতো ধুয়ে দিলেন তিনি। স্বাভাবিকভাবেই কঙ্গনা-অনুপমের এই তরজা নিয়ে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।

বলিউড যে ‘খান অভিনেতা’দের (Khan actors) ছাড়া এক প্রকার অসম্পূর্ণ তা মনে হয় আর আলাদা করে বলে দিতে হয় না। ব্যবসার গ্রাফই সেই কথা প্রমাণ করে দেয়। সাম্প্রতিক অতীতে দেশে হোক বা বিদেশে- সবচেয়ে বেশি আয় করা ছবি কিন্তু শাহরুখ, সলমন কিংবা আমিরেরই। এখনই যেমন সারা বিশ্বে ঝড় তুলেছে ‘কিং খান’ অভিনীত ‘পাঠান’।

   

Kangana Ranaut on Khan actors

 

বয়কটের মরসুমেও শাহরুখের সিনেমার গগনচুম্বী সাফল্য দেখে রীতিমতো মাথা ঘুরে গিয়েছে কঙ্গনার। এরপরই ‘বাদশা’ এবং তাঁর ধর্ম নিয়ে খোঁচা দেন অভিনেত্রী। ‘মণিকর্ণিকা’ অভিনেত্রী বলেন, ‘এই দেশ (ভারত) শুধুমাত্র খান এবং খানদেরই ভালোবেসে এসেছে। খান ছাড়া যেন এই দেশে আর কিছুই নেই এবং মুসলিম অভিনেত্রীদের প্রতিও বেশি ঝোঁক!’

এখানেই থামেননি কঙ্গনা। অভিনেত্রীর সংযোজন, ‘তাই এই কথা বলা একেবারেই ভুল যে এই দেশে ফ্যাসিবাদ চলে অথবা এখানে মুসলিমদের প্রতি ঘৃণা ছড়ানো হয়। ভারতের মতো দেশ সম্পূর্ণ বিশ্বে আর একটাও নেই’। ‘ধাকড়’ অভিনেত্রীর এই বিতর্কিত মন্তব্য নজর এড়ায়নি বর্ষীয়ান অভিনেতা অনুপমের।

Kangana Ranaut and Anupan Kher

কঙ্গনার মন্তব্যের পাল্টা অনুপম বলেন, ‘শিল্প ও ধর্ম- সম্পূর্ণ ভিন্ন দু’টি বিষয়। ধর্মের জন্য কোনও মানুষ সিনেমাহলে যান না। তাঁরা শিল্প দেখতে যান…। একটা সিনেমা দেখার পর কোনও দর্শক মন্দির, মসজিদ অথবা গুরুদ্বারে যান না। আপনি সেখানে যান আপনার বিশ্বাসের জন্য। আপনার বিশ্বাস বজায় রাখার সম্পূর্ণ অধিকার আপনার রয়েছে। কিন্তু তাই বলে এভাবে কারোর মন্তব্য করা উচিত নয়’।

কঙ্গনা এবং অনুপম দু’জনেই এমন ব্যক্তিত্ব যারা নিজেদের মনের কথা প্রকাশ্যে বলতে একেবারেই ভয় পান না। সেই কারণে মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন দু’জনেই। এবার এটাই দেখার, অনুপমের বক্তব্যের পাল্টা কোনও জবাব কঙ্গনা দেন কিনা।