• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বুড়ি হতেই ফিরেও দেখে না বলিউড! ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক শর্মিলা ঠাকুর

Published on:

Sharmila Tagore opens up about bollywood

ভারতীয় সিনেমার ইতিহাসের (Indian film industry) এক কিংবদন্তি চরিত্র হলেন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। সত্যজিৎ রায়ের (Satyajit Ray) হাত ধরে অভিনয় জগতে পা রাখার পর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। শর্মিলা অভিনীত প্রত্যেকটি সিনেমা ‘ক্ল্যাসিক’ হয়ে রয়ে গিয়েছে। সম্প্রতি এই অভিনেত্রীই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির (Bollywood) বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন।

বাংলা সিনেমা (Tollywood) দিয়ে কেরিয়ার শুরু করলেও অল্প সময়ের মধ্যেই বলিউডে কাজের সুযোগ পেয়ে গিয়েছিলেন শর্মিলা। তাঁর প্রতিভা বুঝতে দেরি হয়নি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির। খুব কম সময়ের মধ্যেই বি টাউনের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে ওঠেন তিনি। দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি এই বঙ্গ তনয়ার রূপ এবং সৌন্দর্যেও মুগ্ধ হয়ে গিয়েছিল সম্পূর্ণ ইন্ডাস্ট্রি।

Sharmila Tagore on Bollywood, Sharmila Tagore

কয়েক দশক বলিউডে রাজত্ব করার পর অবশ্য আস্তে আস্তে সিলভার স্ক্রিন থেকে দূরে সরে যেতে থাকেন শর্মিলা। তবে বেশ অনেকটা সময় ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ থেকে দূরে থাকার পর ফের অভিনয় ফিরছেন তিনি। কেরিয়ারের এই নতুন ইনিংস শুরুর আগেই এবার একাধিক বিস্ফোরক মন্তব্য করেন শর্মিলা।

সইফ আলি খানের মা বলেন, বলিউড এখনও অভিনেত্রীদের বয়স নিয়ে খুঁতখুঁতে রয়েছে। প্রথম সারির অভিনেত্রী হলেও তাঁর জন্য কোনও যোগ্য চরিত্র নেই। শর্মিলার কথায়, অমিতাভ বচ্চন, অনুপম খেরের মতো বর্ষীয়ান অভিনেতাদের জন্য এখনও বিশেষ চিত্রনাট্য লেখা হয়। তবে ওয়াহিদা রহমানের কথা ভেবেই দেখা হয় না। দর্শকদের কথা মাথায় রেখেই পরিচালকরা সবটা করেন তা তিনিও জানেন। কিন্তু পরিচালকদের ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন শর্মিলা।

Sharmila Tagore on age shaming of heroines in Bollywood, Sharmila Tagore

যদিও অভিনেত্রী একথাও মেনে নেন যে আস্তে আস্তে ইন্ডাস্ট্রি বদলাচ্ছে। প্রচুর পরিণত অভিনেতা-অভিনেত্রীদের উত্থান হচ্ছে। এক্ষেত্রে নীনা গুপ্তার উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি। পাশাপাশি এও বলেন, ওটিটি প্ল্যাটফর্মে অনেক ভালো ভালো অভিনেতা আছেন। হয়তো কিছুটা সময় লাগতে পারে, তবে বলিউড ঠিক বদলাবে বলে জানান শর্মিলা।

উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় রুপোলি পর্দা থেকে দূরে সরে থাকার পর রাহুল চিত্তেলার ‘গুলমোহর’ ছবির হাত ধরে ফের পর্দায় ফিরছেন শর্মিলা। সেই ছবিতে তাঁর সঙ্গে থাকবেন মনোজ বাজপেয়ী, সুরজ শর্মা, আমোল পালেকরের মতো শিল্পীরা। বাত্রা পরিবারের একাধিক প্রজন্মের কাহিনী এই ছবিতে দেখানো হবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥