Mousui Chatterjee opens up about Romantic shooting in Bollywood: মৌসুমী চট্টোপাধ্যায় (Moushumi Chatterjee) এমন একজন অভিনেত্রী যিনি বাংলার (Tollywood) পাশাপাশি বলিউডেও (Bollywood) চুটিয়ে কাজ করেছেন। দুই ইন্ডাস্ট্রির একাধিক সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। আদায় করে নিয়েছেন দর্শকদের অগাধ ভালোবাসা। তবে নিজের তুখোড় অভিনয়ের পাশাপাশি রসবোধের জন্যেও অনুরাগীদের মধ্যে বেশ জনপ্রিয় এই বাঙালি অভিনেত্রী। সম্প্রতি ফের একবার তাঁর রসবোধের সাক্ষী থাকলেন দর্শকরা।
মুখের ওপর সপাট জবাব দিতে কোনও কালেই পিছপা হন না মৌসুমী। ঠিককে ঠিক এবং ভুলকে ভুল বলার ক্ষমতা রাখেন তিনি। অনেকসময় আবার হাসতে হাসতেও নানান কঠিন কথা অনায়াসে বলে দিতে পারেন ‘ওগো বধূ সুন্দরী’ অভিনেত্রী। সম্প্রতি যেমন ‘দ্য কপিল শর্মা শো’য়ে (The Kapil Sharma Show) গিয়ে বলিউডের অন্দরের একাধিক অজানা কাহিনী ফাঁস করেছেন তিনি।
কপিল শর্মার শোয়ে গিয়ে প্রত্যেক তারকাই কোনও না কোনও কাহিনী শেয়ার করেন। গল্পের ছলে তাঁদের থেকে সেসব কথা বের করে আনেন সঞ্চালক তথা কপিল নিজে। তবে মৌসুমী একাধিক মজার মন্তব্য করে তাক লাগিয়ে দেন সেই কপিলকে। এই বঙ্গ তনয়ার জবাব শুনে হেসে লুটোপুটি কপিল সহ সকলে।
কপিল মৌসুমীকে জিজ্ঞেস করেছিলেন, সেটে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার সময় সবচেয়ে বেশি ইতস্তত বোধ করতেন কোন অভিনেতা? এক মুহূর্ত সময় না নিয়ে কপিলের প্রশ্নের জবাব দিয়ে দেন মৌসুমী। অভিনেত্রী বলেন, ‘যে অভিনেতা রোম্যান্স করতে পারতেন না, তিনিই ইতস্তত বোধ করতেন’।
বর্ষীয়ান অভিনেত্রীর এই উত্তর শুনে হেসে ফেলেন কপিল। এরপর সঞ্চালক মৌসুমীকে জিজ্ঞেস করেন, ‘সবচেয়ে বেশি ফ্লার্ট কে করতেন’? এক্ষেত্রেও কোনও রাখঢাক করেননি অভিনেত্রী। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেন ওঠেন, ‘আমি’।
প্রসঙ্গত, একাধিক জনপ্রিয় বাংলা এবং হিন্দি সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী। তাঁর ঝুলিতে রয়েছে অগুনতি আইকনিক সিনেমা। ‘অনুরাগ’, ‘বালিকা বধূ’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘রোটি কাপড়া অউর মকান’, ‘মঞ্জিল’, ‘আনন্দ আশ্রম’, ‘আঙ্গুর’ সহ একাধিক জনপ্রিয় ছবিতে তাঁকে দেখেছেন দর্শকরা। বর্ষীয়ান এই বাঙালি অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল ‘পিকু’ সিনেমায়।