বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) স্বর্ণযুগের পরিচালকদের মধ্যে একজন হলেন প্রভাত রায় (Prabhat Roy)। স্বনামধন্য এই পরিচালক (Director) যে দর্শকদের কত সুপারহিট ছবি উপহার দিয়েছেন তা গুনে শেষ করা যাবে না। তাঁর পরিচালনায় কাজ করেছেন কিংবদন্তি ভিক্টর ব্যানার্জি (Victor Banerjee) থেকে শুরু করে ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলী, সায়ন্তিকা ব্যানার্জিরা।
প্রভাত রায়ের হাত ধরে কেরিয়ার শুরু হয়েছে টলিপাড়ার একাধিক নামী তারকার। যদিও এখন আর কেউই মনে রাখেননি এই বর্ষীয়ান পরিচালককে। জনপ্রিয় এই পরিচালকের মনেও সেই আক্ষেপ রয়েছে। একসময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যিনি রাজত্ব করতেন, আজ তাঁর দিক থেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন অনেকে। দু’টি জাতীয় পুরস্কার জয়ী এই নামী পরিচালকের খোঁজখবরও নেন না অনেকেই।
সম্প্রতি জানা যায়, অসুস্থ হয়ে পড়েছেন প্রভাতবাবু। হঠাৎ করেই তাঁর শরীরের রক্তচাপ বেড়ে যায়। পরিচালকের প্রতিবেশীরা টলিপাড়ার আর এক নামী পরিচালক হরনাথ চক্রবর্তীকে খবর দেন। তিনি আবার খবর দেন পরিচালক প্রেমেন্দ্রবিকাশ চাকীকে। তাঁরাই অসুস্থ প্রভাতবাবুকে হাসপাতালে ভর্তি করান।
এই মুহূর্তে দক্ষিণ কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসা চলছে প্রভাতবাবুর। তাঁর অসুস্থতার খবর পেয়েই কলকাতায় ছুটে এসেছেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জি। দেখা করেছেন প্রভাতবাবুর সঙ্গে। অভিনেতার সঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পরিচালক নিজে।
‘লাঠি’ সিনেমার অভিনেতা ভিক্টর এখন কলকাতা থেকে অনেকটাই দূরে থাকেন। তবে প্রভাত রায় অসুস্থ শুনে তড়িঘড়ি দেখতে চলে আসেন তিনি। হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন, কিছুটা সময় কাটান এই প্রবীণ অভিনেতা।
প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২২ সালে প্রয়াত হয়েছেন প্রভাতবাবুর স্ত্রী জয়শ্রী। এরপর থেকে একাই জীবন কাটাচ্ছেন তিনি। স্ত্রীয়ের মৃত্যুর পর দুঃখ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, তাঁর হাত ধরে অনেক তারকাই ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। কিন্ত এখন তিনজন ছাড়া কেউ তাঁকে মনে রাখেনি। প্রভাতবাবুর স্ত্রীয়ের মৃত্যুর পর ঋতুপর্ণা, টোটা তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিল। ফোন করে খোঁজ নিয়েছিলেন সায়ন্তিকা। কিন্তু আর কেউ পাশে দাঁড়ায়নি। দেখা করবেন বলেও যাননি ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ।