• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রামায়ণ নিয়ে ছেলেখেলা, দর্শকরা Adipurush বয়কট করবেই! প্রভাস-সইফের ছবিকে ধুয়ে দিলেন মুকেশ খান্না

সম্প্রতি দক্ষিণী সুপারস্টার প্রভাসের আগামী ছবি ‘আদিপুরুষ’এর (Adipurush) টিজার প্রকাশ্যে এসেছে। রামায়ণের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই সিনেমা। গত ২ অক্টোবর শ্রীরামের ভূমি অযোধ্যাতেই ধুমধাম করে একটি অনুষ্ঠানের মাধ্যমে লঞ্চ করা হয় এই ছবির টিজার। আর এরপর থেকেই শুরু হয়েছে চরম বিতর্ক।

যেখানে ‘আদিপুরুষ’ নির্মাতারা আশা করেছিলেন, দর্শকরা টিজার দেখে ভালোবাসায় ভরিয়ে দেবেন, সেখানে তাঁরা উল্টে ছবি বয়কটের ডাক দিয়েছেন। ওম রাউত পরিচালিত সিনেমার বিরুদ্ধে উঠেছে রামায়ণের অপমান, ভুল তথ্য পরিবেশনের মতো গুরুতর অভিযোগ। এবার ‘আদিপুরুষ’কে প্রকাশ্যে একহাত নিলেন ‘শক্তিমান’ মুকেশ খান্না (Mukesh Khanna)।

   

Adipurush

সম্প্রতি মুকেশ নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানেই প্রভাস-সইফের ছবি নিয়ে নিজের মত প্রকাশ করেছেন তিনি। মুকেশ বলেন, ‘সইফ আলি খান রাবণের চরিত্রের কথা ঘোষণা করার সময় বলেছিলেন, আমি এই চরিত্রটিকে হাস্যপূর্ণ বানাতে চাই। যখন আপনি রামায়ণের কথা বলেন তখন কিন্তু আপনি লোকের আস্থার ফায়দা নিতে চান। আপনি যদি বলেন রাবণের চরিত্র বদলাতে চাই, তাহলে লোকের কান খাড়া হয়ে যায়। আপনি নিজের ধর্মের কোনও চরিত্রকে বদলাতে পারবেন?’

পর্দার ‘শক্তিমান’ নিজের ভিডিওয় বলেন, ‘আদিপুরুষ’এ রামকে দেখে রামের মতো, রাবণকে দেখে রাবণের মতো লাগছে না। মুকেশের কথায়, ‘এক্ষেত্রে যদি আপনি বলেন অভিব্যক্তির স্বাধীনতা রয়েছে, তাহলে আপনি নিজের ধর্ম নিয়ে এমন কাজ করুন’।

Mukesh Khanna

বলিউডের এই বর্ষীয়ান অভিনেতার মতে, প্রভাস-সইফের সিনেমার টিজার দেখে মনে হচ্ছে সেটি ব্লকবাস্টার ‘অবতার’এর হিন্দি ভার্সন। তাঁর মতে, নির্মাতারা যদি ‘অবতার’এর লুক নিয়েই রামায়ণ বানাতে চান, তাহলে এটা বলবেন যে রামায়ণ বানাচ্ছেন। বরং এটা বলুন প্রস্তর যুগের আদিপুরুষ বানাচ্ছেন।

এখানেই থামেননি মুকেশ। দিন কয়েক আগে বয়কট ট্রেন্ডের বিরুদ্ধে সরব হওয়া অভিনেতা বলেন, তিনি চান দর্শকরা এই ছবি বয়কট করুক। বর্ষীয়ান অভিনেতার কথায়, ‘আমি এটা বলতে চাই যে আপনাদের সিনেমা চলবে না। আপনারা মানুষের আস্থার ফায়দা নিতে চাইছেন। লোকে নিজেদের আস্থা ফেরত নিয়ে নেবে। হতে পারে লোকেরা বয়কটের নামে থাপ্পড়ও মারল’।

site