• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পেঁয়াজ রসুন ছাড়াই রান্নায় আসবে দারুন স্বাদ, রইল সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমা তৈরির রেসিপি

গরমে বাঙালি পরিবারে পটল (Potol) খুবই সহজলভ্য একটি সবজি। কিন্তু রোজ কি আর পটল ভাজা, পটলের তরকারি খেতে ভালোলাগে? অনেকেই পটল খেতে এই কারণে পটলে অরুচি আনেন। কিন্তু চিন্তা নেই আজ বংট্রেন্ডের পাতায় পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমা তৈরির রেসিপি (Veg Potoler Dorma Recipe) নিয়ে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরী করবেন এই রেসিপি।

Veg Potoler Dorma Recipe,Veg Potoler Dorma,Potoler Dorma Recipe,পটলের দোরমা,পটলের দোরমা রেসিপি,নিরামিষ রান্না,রেসিপি,পটলের রেসিপি

   

নিরামিষ পটলের দোরমা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণঃ 

  • পটল
  • ছানা
  • টক দই
  • আদা কুচি,
  • কাঁচা লঙ্কা
  • হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  • কিশমিশ, ভাঙা কাজু
  • গোটা জিরে, তেজপাতা, গোটা এলাচ, দারুচিনি
  • পরিমাণ মত নুন, রান্নার জন্য তেল, সামান্য চিনি

নিরামিষ পটলের দোরমা তৈরির পদ্ধতিঃ 

  • প্রথমে বেশ গোল দেখে পটল বেছে নিয়ে সেগুলোকে ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে পটলের গায়ের খোসা চেঁছে নিতে হবে।
  • পটলের খোসা চেঁছে নেওয়া হয়ে গেলে একটা চামচের পিছনদিকের সাহায্যে পটলের ভিতরের অংশের দানাগুলোকে বের করে নিয়ে ফাঁপা করে নিতে হবে।

Veg Potoler Dorma Recipe,Veg Potoler Dorma,Potoler Dorma Recipe,পটলের দোরমা,পটলের দোরমা রেসিপি,নিরামিষ রান্না,রেসিপি,পটলের রেসিপি

  • এরপর পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, যতক্ষণ না পুরের মশলা তৈরী হচ্ছে।
  • এবার একটা পাত্রে ছানা নিয়ে তাঁর সাথে পরিমাণ মত নুন, চিনি, আদা কুচি, লংকার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পেস্ট মত তৈরী করতে হবে। বাড়িতে তৈরী ফ্রেশ ছানা হলে হাতেই পেস্ট মত করে নিন। দোকান থেকে কেনা হলে মিক্সিতে সামান্য জল দিয়ে পেস্ট করে নিতে পারেন।

Veg Potoler Dorma Recipe,Veg Potoler Dorma,Potoler Dorma Recipe,পটলের দোরমা,পটলের দোরমা রেসিপি,নিরামিষ রান্না,রেসিপি,পটলের রেসিপি

  • কড়ায় ১ চামচ তেল দিয়ে ছানার পেস্ট দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে
  • কষানোর সময়েই সামান্য কিশমিশ ছড়িয়ে নিতে হবে।
  • এবার কড়ায় কিছুটা তেল নিয়ে গরম করে তাতে নুন হলুদ মাখানো পটলগুলোকে মিডিয়াম আঁচে লালচে করে ভেজে নিতে হবে।

Veg Potoler Dorma Recipe,Veg Potoler Dorma,Potoler Dorma Recipe,পটলের দোরমা,পটলের দোরমা রেসিপি,নিরামিষ রান্না,রেসিপি,পটলের রেসিপি

  • পটল ভাজা হয়ে গেলে কিছুটা ঠান্ডা করে নিয়ে পিতলের ভেতরে ছানার পুর ভরে দিতে হবে।
  • এবার একটা পাত্রে ২ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও একচামচ গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও সামান্য হলুদ গুঁড়ো নিয়ে তাতে সামান্য জল দিয়ে মিশিয়ে নিতে হবে।
  • এরপর মিক্সিতে ভাঙা কাজু, দু তিনটে কাঁচা লঙ্কা, এক চামচ টক দই দিয়ে পেস্ট করে নিন।

Veg Potoler Dorma Recipe,Veg Potoler Dorma,Potoler Dorma Recipe,পটলের দোরমা,পটলের দোরমা রেসিপি,নিরামিষ রান্না,রেসিপি,পটলের রেসিপি

  • আবারও কড়ায় তেল গরম করে তাতে গোটা জিরে, তেজপাতা, গোটা এলাচ, দারুচিনি দিয়ে ফোড়ন দিয়ে মশলার মিক্স দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আঁচ কমিয়ে সামান্য নুন ও কাজুপেস্ট দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে নাড়তে হবে। গ্রেভি পাতলা করতে চাইলে সামান্য গরম জল দিয়ে দেওয়া যেতে পারে।

Veg Potoler Dorma Recipe,Veg Potoler Dorma,Potoler Dorma Recipe,পটলের দোরমা,পটলের দোরমা রেসিপি,নিরামিষ রান্না,রেসিপি,পটলের রেসিপি

  • এরপর সমস্তটা ফুটতে শুরু করলে এর মধ্যে পুরভরা পটলগুলো দিয়ে দিতে হবে।
  • কম আঁচে নেড়েচেড়ে উল্টে পাল্টে মশলাটা মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে ৩ মিনিট মত কম আঁচে রান্না করলেই তৈরী হয়ে যাবে পেঁয়াজ রসুন ছাড়া দুর্দান্ত স্বাদের নিরামিষ পটলের দোরমা।