বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় একজন অভিনেতা হলেন রোহন ভট্টাচার্য (Rohan Bhattcharya)। কিছুদিন আগেই এই অভিনেতাকে দেখা গিয়েছে জি বাংলার ‘অপরাজিতা অপু’ (Aparajita Apu) সিরিয়ালে। এই সিরিয়ালের প্রধান নায়ক দীপু চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তার আগে অবশ্য এই অভিনেতাকে ‘ভজ গোবিন্দ’ আর ‘কলের বউ’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে।
প্রসঙ্গত অপরাজিতা অপু সিরিয়ালে কাজ করার পর বেশ কিছুদিন বাদে টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছেন রোহন। তবে এবার কোন সিরিয়ালে নয় স্টার জলসার জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’-এর মঞ্চে ‘ভাসান বাপি’ (Vasan Bapi) নামে একটি মজার চরিত্রে দেখা যাচ্ছে তাকে। আসলে এটি একটি নন ফিকশনাল চরিত্র।
যা বাংলা টেলিভিশনের পর্দায় এই প্রথম। প্রসঙ্গত এমনিতে সিরিয়ালের নায়ক নায়িকাদের নিয়ে দর্শকরা এতটাই বেশি মাতামাতি করেন যে তাদের নামটাই মাঝেমধ্যে একটা ট্রেন্ড হয়ে দাঁড়ায়। কখনও কখনও সিরিয়ালের নায়িকাদের নামেই বেরিয়ে যায় শাড়ি। আবার কখনো নায়কদের নাম করে বাজারে বিক্রি হয় নানা রকম জিনিস।
এই যেমন কিছুদিন আগেই মিঠাই সিরিয়ালের নায়ক সিদ্ধার্থ অভিনেতার নাম বেশ কিছুদিন ট্রেন্ডিং হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আসলে এই সিরিয়ালের নায়িকা মিঠাই তার বরকে উচ্ছেবাবু বলে ডাকে।আর সেই নামেই কিছুদিন আগেই বাজারে এসেছে উচ্ছেবাবু সন্দেশ থেকে শুরু করে চাউমিন,মোমো এমনকি ফুচকাও। আর এবার সেই ট্রেন্ডে গা ভাসালো ভাসান বাপি।
View this post on Instagram
সামনেই কালীপুজো। আর এবার ভাসান বাপির নামে বাজারে বিক্রি হচ্ছে বাজি। সেই খবর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন অভিনেতা রোহান ভট্টাচার্য।এদিন সোশ্যাল মিডিয়ায় রোহন একটি রিল ভিডিও শেয়ার করেছিলেন। যেখানে দেখা গিয়েছে বাজারে বিক্রি হওয়া ফুলঝুরির ওপরে ছবি রয়েছে ভাসান বাপির। ছবির ভিডিওটির ক্যাপশনে অভিনেতা লিখেছেন ভাসান বাপির জলবা। বাজারে বিক্রি হওয়া ওই ফুলঝুরির প্যাকেটের উপর লেখা রয়েছে ভাসান বাপির রং মশাল (Vasan Bapi Rang Masal)।