বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা সকলেরই কম বেশি জানা। বিগ বাজেট সুপারস্টার তারকারাও হিট দিয়ে ব্যর্থ হচ্ছেন। তবে এখানেই নিজেই কামাল দেখিয়েছেন বরুন ধাওয়ান (Varun Dhawan)। বি টাউনের চকলেট হিরো থেকে সুপারস্টার হয়ে উঠেছেন তিনি। সালমান খান অক্ষয় কুমারের সিনেমা যেখানে ফ্লপ হচ্ছে সেখানে কার্তিক, বরুন এদের মত নতুন তারকাদের মত ছবিই হিট হচ্ছে। তবে এবার পরবর্তী ছবি ‘ভেড়িয়া’ (Bhediya) এর রিলিজের আগে প্রচার পর্ব চলছে জোরকদমে।
যে কোনো ছবির রিলিজের আগেই প্রচার পর্ব সেরে নিতে হয়, এটা ছবির সুপারহিট হওয়ার চান্স অনেকটাই বাড়িয়ে দেয়। ‘ভেড়িয়া’ এর প্রচারের জন্য ফটোশুট থেকে বিভিন্ন জায়গায় লাইভ ইভেন্ট করছেন সকলে। তবে সম্প্রতি বরুন ধাওয়ান একটি ভিডিও পোস্ট করেছেন যা হুড়মুড়িয়ে ভাইরাল হয়ে পড়েছে। কারণ ভিডিওতে বরুনের পাশে দেখা যাচ্ছে ভাইজান সালমান খানকেও (Salman Khan)।
ছোট্ট ভিডিওটিতে ধীরে ধীরে মানুষ থেকে ভেড়িয়াতে পরিবর্তিত হতে দেখা যাচ্ছে সালমান খানকে। ঠিক যেমনটা বরুন সিনেমায় মানুষ থেকে নেকড়েতে পরিণত হয়ে যায় রাত হলে তেমন করেই পাল্টে যাচ্ছেন ভাইজান। এমন একটা ভিডিও শেয়ার করার পরের মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। হু হু করে বেড়ে চলেছে ভিডিওতে দর্শকের সংখ্যা।
আসলে সালমান খান বরুন ধাওয়ানের ছবির প্রচারের জন্য এই ভিডিওটি করেছেন। আর ভিডিওটিতে আসলে গ্রাফিক্স ফিল্টারের সাহায্যেই পুরো কেরামতিতে করা হয়েছে। যেটা নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। কারণ ইতিমধ্যেই অনেকে ইন্সটাতে এই ফিল্টার ব্যবহার করে রিল বানাতে শুরু করে দিয়েছেন।
View this post on Instagram
আগামী ২৫শে নভেম্বর রিলিজ হতে চলেছে ভেড়িয়া। ছবিতে বরুনের বিপরীতে দেখা যাবে কৃতি শ্যাননকে। মূলত হরর কমেডি নিয়েই তৈরী হয়েছে এই ছবিটি। পরিচালক থেকে গোটা টিমের আশা ভুল ভুলাইয়া ২ এর মত এই ছবিটিও সুপারহিট হতে চলেছে।
প্রসঙ্গত, গতমাসেই ছবির ট্রেলার রিলিজ হয়েছিল যেখানে ১২ মিলিয়নেরও বেশি হয়ে গিয়েছে। এছাড়াও ছবির আইটেম গানের ট্রাকটিও কদিন আগেই রিলিজ হয়েছে। আইটেম গান ‘ঠুমকেশ্বরী’তে কৃতি শ্যাননের নাচ যে সবার মন কেড়েছে সেটা দর্শকের সংখ্যাই বলে দিচ্ছে। দু সপ্তাহেই প্রায় ৫০ মিলিয়ন হতে চলেছে গানের দর্শকের সংখ্যা।