• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডে কেউই ধোয়া তুলসী পাতা নয়! বাড়িতে বউকে রেখে সারার সাথে ফুর্তি বরুনের, ভাইরাল হল ছবি

Published on:

Varun Dhawan Shares close pic with Sara Ali Khan on beach goes viral

বলিউড (Bollywood) তারকাদের দিকে সারাক্ষণ নেটিজেনদের কড়া নজর থাকে। তাঁরা কোথায় গেলেন, কার সঙ্গে গেলেন- সব কিছু জানা চাই তাঁদের। সম্প্রতি যেমন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান (Varun Dhawan) এবং সারা আলি খানের (Sara Ali Khan) সমুদ্র স্নানের বেশ কিছু ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এরপর থেকেই শুরু হয়ে গিয়েছে চর্চা।

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়ে বলিউডে পা রাখা বরুণ যে বিবাহিত তা কারোর অজানা নয়। দীর্ঘ দিনের প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে অভিনেতা গাঁটছড়া বেঁধেছেন বছর খানেক হল। কিন্তু এর মধ্যেই বৌ’কে ফেলে বলি সুন্দরী সারা আলি খানের সঙ্গে তাঁর সমুদ্রস্নানের ‘ঘনিষ্ঠ’ ছবি দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

Varun Dhawan and Sara Ali Khan in a beach

বরুণ এবং সারা দু’জনেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। নিজেদের কাজ, ব্যক্তিগত জীবনের নানান মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে থাকেন দু’জনে। সম্প্রতি দু’জনেই তাঁদের সমুদ্র স্নানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেখানে দেখাঁ গিয়েছে, খালি গায়ে রয়েছেন অভিনেতা। অপরদিকে অভিনেত্রীর পরনে রয়েছে কমলা রঙের একটি বিকিনি।

‘জুড়ওয়া ২’ জুটিকে একসঙ্গে যে বেশ ‘হট’ লাগছিল তা অস্বীকার করার কোনও উপায় নেই। কিন্তু তাঁদের এই ছবি দেখেই নানান ধরণের কটাক্ষ শুরু করে দিয়েছেন নেটিজেনরা। কেউ বরুণকে তাঁর বৌ নাতাশার কথা বলে খোঁচা মেরেছেন। কেউ আবার অভিনেত্রীর চর্চিত প্রেমিক তথা ক্রিকেটার শুভমন গিলের প্রসঙ্গ টেনে এনেছেন।

Varun Dhawan and Sara Ali Khan in a beach

একজন নেটিজেন যেমন লিখেছেন, ‘বিয়ে একজনের সঙ্গে। আর সমুদ্রসৈকতে আর একজনের সঙ্গে… দুষ্টু বরুণ’। আর একজন আবার লিখেছেন, ‘ভাই বাড়িতে নাতাশার থেকে একটু সাবধানে থেকো’। একজন নেটাগরিক আবার লিখেছেন, ‘শুভমন গিল ভাই মনে হচ্ছে তোমার পাতা কেটে গিয়েছে’।

প্রসঙ্গত, বরুণকে শেষ দেখা গিয়েছিল ‘যুগ যুগ জিও’ ছবিতে। শীঘ্রই রিলিজ হতে চলেছেন অভিনেতার হরর কমেডি ঘরানার ছবি ‘ভেড়িয়া’। অপরদিকে সারাকে শেষ দেখা গিয়েছিল ‘আতরঙ্গী রে’ ছবিতে। এরপর অভিনেত্রীকে ‘গ্যাসলাইট’ এবং লক্ষ্মণ উতেকারের পরবর্তী ছবিতে ভিকি কৌশলের বিপরীতে দেখা যাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥