• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বৌ থাকতেও সুন্দরী দেখেই ব্রেক ফেল! প্রকাশ্যে কিয়ারাকে চুমু খেলেন ‘উত্তেজিত’ বরুণ, রইল ভিডিও

Published on:

Varun Dhawan lost control and kissed Kiara Advani viral Video

সদ্য মুক্তি পেয়েছে ‘যুগ যুগ জিও’ সিনেমাটি। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান (Varun Dhawan) এবং কিয়ারা আডবানী (Kiara Advani)। দর্শকদের বেশ ভালোলেগেছে তাঁদের রসায়ন। বলিউডের মন্দার বাজারেও বক্স অফিসেও মোটামুটি ভালোই ব্যবসা করেছে ছবিটি। তবে এবার ছবির কারণে নয়, বরং বরুণ-কিয়ারার একটি ‘গোপন’ ভিডিও প্রকাশ্যে আসার পর ফের অনুরাগীদের চর্চার কেন্দ্রে চলে এসেছে এই তারকা জুটি।

‘যুগ যুগ জিও’য় বরুণ-কিয়ারার রসায়ন দেখার পর থেকেই অনুরাগীরা তাঁদের ‘আরও বেশিক্ষণ’ দেখতে চাইছিলেন। তবে এবার যে ভিডিও প্রকাশ্যে এসেছে তা দেখেই সেই অনুরাগীদেরই একাংশের চোখ কপালে উঠেছে। বিবাহিত বরুণ কীভাবে কিয়ারার সঙ্গে এত ঘনিষ্ঠ হতে পারলেন, অনেকে তুলছেন সেই প্রশ্নও।

Varun Dhawan kisses Kiara Advani randomly, KRK shares the video

আসলে বরুণ-কিয়ারার যে ভিডিওর কথা বলা হচ্ছে, তা নেটদুনিয়ায় শেয়ার করেছেন বলিউডের বিতর্কিত চলচ্চিত্র সমালোচক কেআরকে (KRK)। বলিউডের একাধিক তারকার বিরুদ্ধে তাঁর করা নানান বিতর্কিত মন্তব্য নেটিজেনদের অজানা নয়। এবার তাই ‘যুগ যুগ জিও’ কাপলের এই ভিডিও হাতে পেতেই ফের তাঁদের একহাত নিয়েছেন কেআরকে।

বিতর্কিত এই চলচ্চিত্র সমালোচকের শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, একটি ম্যাগাজিনের জন্য শ্যুট করছেন বরুণ এবং কিয়ারা। বেশ ঘনিষ্ঠভাবেই রয়েছেন দু’জনে। নায়িকার পরনে রয়েছে একটি ল্যাভেন্ডার রঙের শিমারি শার্ট ড্রেস। অপরদিকে অভিনেতা নজর কাড়ছেন একটি সাদা শার্টে।

Varun Dhawan and Kiara Advani

একসঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় পোজ দিতে দিতে বেশ কয়েকবার ক্যামেরার দিকেও তাকান বরুণ এবং কিয়ারা। এরপর হঠাৎই শ্যুট করতে করতে কিয়ারার গালে একটি চুম্বন দেন অভিনেতা। সেটি যে একেবারেই পূর্ব পরিকল্পিত ছিল না, তা নায়িকার প্রতিক্রিয়া দেখেই বোঝা যাচ্ছিল। কিছুটা অবাক হয়ে বরুণকে আলতো করে মারেনও তিনি। এই ভিডিও শেয়ার করেই কেআরকে লিখেছেন, ‘যখন পুরুষ মানুষ শ্যুট করতে করতে মুডে চলে আসে তখন এমন কিছু হয়’।

তবে বরুণ এবং কিয়ারা যে স্রেফ ভালো বন্ধু তা নেটিজেনদের অজানা নয়। অভিনেতা একদিকে তাঁর ছোটবেলার বন্ধু নাতাশা দালালের সঙ্গে সুখে সংসার করছেন। অপরদিকে কিয়ারাও জমিয়ে প্রেম করছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে। সম্প্রতি নিজের জন্মদিন উদযাপন করতে তাঁর সঙ্গে দুবাই উড়ে গিয়েছিলেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥